Saturday, January 10, 2026

কলকাতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতির দায়িত্বে প্রাক্তন কাউন্সিলররা! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ভোটের মুখে এবার কলকাতা পুর-এলাকার সংগঠন গোছানোর কাজে হাত দিলো তৃণমূল৷ সদ্য প্রাক্তন কাউন্সিলরদের এবার সংগঠনের কাজে লাগাতে চলেছে তৃণমূল৷
সূত্রের খবর, শেষমুহুর্তে পরিকল্পনায় রদবদল না হলে কলকাতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন কাউন্সিলরদের। জানা গিয়েছে, ভোটকুশলী প্রশান্ত কিশোরের এই পরামর্শেই সিলমোহর পড়েছে দলের শীর্ষস্তরের৷

একুশের নির্বাচন তৃণমূলের কাছে তুলনায় কিছুটা কঠিন৷ প্রবলভাবে উঠে এসেছে বিজেপি৷ এই পরিস্থিতিতে কলকাতার ওয়ার্ডগুলিতে নতুন কাউকে সভাপতি পদে আনা হলে, কিছুক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে৷ ওদিকে, ওয়ার্ডে পরিচিত মুখ প্রাক্তন কাউন্সিলররা৷ কাউন্সিলরদের বদলে সভাপতি পদে নতুন মুখ আনা হলে প্রাক্তন হয়ে যাওয়া কাউন্সিলররাও ক্ষুব্ধ হতে পারেন৷ তাই কলকাতার প্রাক্তন কাউন্সিলরদেরই ওয়ার্ড- সভাপতি করছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। তাঁরাই নিজেদের ওয়ার্ডে ভোট পরিচালনা করবেন। প্রসঙ্গত, কলকাতা পুর এলাকায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২৫টি ছিল তৃণমূলের দখলে। যে সব ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর ছিলেন না, সেখানে সহমতের ভিত্তিতে ওয়ার্ড-সভাপতির দায়িত্ব দেওয়া হবে স্থানীয় পরিচ্ছন্ন ভাবমূর্তির দলীয় নেতাকে৷

মহামারি পরিস্থিতি সৃষ্টি নাহলে এতদিনে কলকাতা পুরভোট হয়ে যেত৷ কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর অনেক ওয়ার্ডে রটনা হয়, বিদায়ী কাউন্সিলর এবার আর টিকিট পাচ্ছেন না৷ বিকল্প নাম ভেসে ওঠে৷ বেশকিছু ওয়ার্ডে দলের একাধিক গোষ্ঠী স্বাধীনভাবে কাজ শুরু করে দেয়। এসবের ফলে সাংগঠনিক কাজে কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে।
বিধানসভা ভোটের মুখে এসব ঝুঁকি নিতে নারাজ দল৷ সেকারনেই প্রশান্ত কিশোরের পরামর্শে কলকাতায় বিদায়ী কাউন্সিলরদেরই ওয়ার্ড সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শীর্ষমহল৷

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...