Wednesday, November 5, 2025

কলকাতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতির দায়িত্বে প্রাক্তন কাউন্সিলররা! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ভোটের মুখে এবার কলকাতা পুর-এলাকার সংগঠন গোছানোর কাজে হাত দিলো তৃণমূল৷ সদ্য প্রাক্তন কাউন্সিলরদের এবার সংগঠনের কাজে লাগাতে চলেছে তৃণমূল৷
সূত্রের খবর, শেষমুহুর্তে পরিকল্পনায় রদবদল না হলে কলকাতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন কাউন্সিলরদের। জানা গিয়েছে, ভোটকুশলী প্রশান্ত কিশোরের এই পরামর্শেই সিলমোহর পড়েছে দলের শীর্ষস্তরের৷

একুশের নির্বাচন তৃণমূলের কাছে তুলনায় কিছুটা কঠিন৷ প্রবলভাবে উঠে এসেছে বিজেপি৷ এই পরিস্থিতিতে কলকাতার ওয়ার্ডগুলিতে নতুন কাউকে সভাপতি পদে আনা হলে, কিছুক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে৷ ওদিকে, ওয়ার্ডে পরিচিত মুখ প্রাক্তন কাউন্সিলররা৷ কাউন্সিলরদের বদলে সভাপতি পদে নতুন মুখ আনা হলে প্রাক্তন হয়ে যাওয়া কাউন্সিলররাও ক্ষুব্ধ হতে পারেন৷ তাই কলকাতার প্রাক্তন কাউন্সিলরদেরই ওয়ার্ড- সভাপতি করছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। তাঁরাই নিজেদের ওয়ার্ডে ভোট পরিচালনা করবেন। প্রসঙ্গত, কলকাতা পুর এলাকায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২৫টি ছিল তৃণমূলের দখলে। যে সব ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর ছিলেন না, সেখানে সহমতের ভিত্তিতে ওয়ার্ড-সভাপতির দায়িত্ব দেওয়া হবে স্থানীয় পরিচ্ছন্ন ভাবমূর্তির দলীয় নেতাকে৷

মহামারি পরিস্থিতি সৃষ্টি নাহলে এতদিনে কলকাতা পুরভোট হয়ে যেত৷ কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর অনেক ওয়ার্ডে রটনা হয়, বিদায়ী কাউন্সিলর এবার আর টিকিট পাচ্ছেন না৷ বিকল্প নাম ভেসে ওঠে৷ বেশকিছু ওয়ার্ডে দলের একাধিক গোষ্ঠী স্বাধীনভাবে কাজ শুরু করে দেয়। এসবের ফলে সাংগঠনিক কাজে কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে।
বিধানসভা ভোটের মুখে এসব ঝুঁকি নিতে নারাজ দল৷ সেকারনেই প্রশান্ত কিশোরের পরামর্শে কলকাতায় বিদায়ী কাউন্সিলরদেরই ওয়ার্ড সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শীর্ষমহল৷

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...