Friday, August 22, 2025

হাওড়া এবং শিয়ালদহ শাখায় চালু হচ্ছে রেল পরিষেবা! রাজ্যকে চিঠি রেলের

Date:

Share post:

নিউ নর্মাল আবহে খুলতে চলেছে মেট্রোর দরজা। কিন্তু রাজ্যে কবে চলবে লোকাল ট্রেন? সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। নবান্ন আগেই লোকাল ট্রেন চালানো নিয়ে সবুজ সংকেত দিয়েছিল। এবার শিয়ালদহ এবং হাওড়া শাখায় লোকাল চালানোর বিষয়ে আলোচনা চেয়ে নবান্নে চিঠি দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে প্রস্তুতি শুরু হয়েছে। দূরত্ববিধি বজায় রেখে গোল দাগ আঁকা হয়েছে। যদিও এই অবস্থায় রেলের সঙ্গে বৈঠক নিয়ে নবান্ন কী ভাবছে সে সম্পর্কে কষ্ট কিছু জানা যায়নি। সূত্রের খবর, আগামী সপ্তাহের রেল রাজ্যের মধ্যে বৈঠক হতে পারে। লোকাল ট্রেন পরিষেবার ভবিষ্যৎ কী হবে, সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

১৩ সেপ্টেম্বর শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য মেট্রো রেল চালানো হবে। রাজ্যের পরামর্শ মেনে ইতিমধ্যে গাইড লাইন তৈরি করেছে মেট্রো কর্তৃপক্ষ। এই বিষয়ে রেলের এক কর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালাতে রাজি দুই সরকারই। নবান্নের মত থাকলে লোকাল ট্রেন চালানো যেতে পারে। তবে লোকাল ট্রেনের সঙ্গে তুলনা করতে চাইছেন না তিনি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাওড়া-শিয়ালদহ শাখা মিলিয়ে দৈনিক প্রায় ২৭ লক্ষ যাত্রী চলাচল করেন। নবান্নের সঙ্গে বৈঠকের পরই ট্রেন চালানো নিয়ে দিনক্ষণ এবং গাইডলাইন চূড়ান্ত করা হবে।

গত ২৮ আগস্ট রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মহামারি পরিস্থিতিতে সতর্কতা মেনে রেল পরিষেবা চালু করলে রাজ্যের আপত্তি নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। এদিকে ভাইরাস সংক্রমণ রুখতে শহর ও শহরতলির ট্রেনের আদর্শ আচরণ বিধি তৈরি করতে চাইছেন রেল কর্তৃপক্ষ। রেলের এক কর্তা বলেন, মেট্রোর দিকে নবান্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আশা করা যায় লোকাল ট্রেনের বিষয়ক তেমনই সহযোগিতা করবে নবান্ন।

আরও পড়ুন- 63 নম্বরে নাম! শিব- মেননকে ফোন ক্ষুব্ধ শোভনের

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...