ফের বিশ্বের ধনী শিল্পপতিদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানি। আজ, বৃহস্পতিবার তাঁর সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বাড়ার সঙ্গে সঙ্গেই এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

অন্যদিকে, এই প্রথমবার তাঁর বাণিজ্যিক অর্থ বা মূলধনের পরিমাণ ৮৮.৪ বিলিয়ন ডলার অতিক্রম করল। যা ভারতীয় মুদ্রায় ১৪.৭ লক্ষ কোটি টাকা। ফোর্বস পত্রিকার এই সমীক্ষা অনুযায়ী মুকেশ আম্বানি বর্তমানে টেসলা, এলন মাস্ক এবং ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে গেলেন। এবং বিশ্বের পঞ্চম ধনী শিল্পপতির তকমা পেলেন।

আরও পড়ুন- প্রণব-স্মরণে বাবুলের মিউজিক ভিডিও
