অপহৃত পাঁচ ভারতীয়কে মুক্তি দিল চিন

কয়েকদিনের প্রবল টানাপোড়েনের পর অবশেষে অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হওয়া পাঁচ গ্রামবাসীকে শনিবার ফিরিয়ে দিল চিনের পিপলস লিবারেশন আর্মি। কিবিথু সীমান্তের কাছে ওয়াচায় তাঁদের মুক্তি দেওয়া হয়। চিনের সীমান্ত থেকে এক ঘণ্টা পর তাঁরা ভারতের সীমান্ত স্পর্শ করেন। সেনা সূত্রে এই খবর জানানো হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, নিখোঁজ হওয়া পাঁচ যুবক কুলির কাজ করতেন।

গত ২ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশের উত্তর সুবানসিরি জেলার তিব্বত সীমান্ত ঘেঁষা গ্রাম থেকে পাঁচ গ্রামবাসীর নিখোঁজ হওয়ার তথ্য প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মীয়রা।এরপর স্থানীয় কংগ্রেস বিধায়ক বিষয়টি নিয়ে সরব হন। তিনি টুইট করে এই বিষয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় প্রশাসন ও সেনার তরফে বিষয়টির সত্যতা যাচাইয়ের পর ভারতীয়দের ফেরাতে শুরু হয় ব্যাপক তৎপরতা। শেষ পর্যন্ত ভারতীয় সেনা স্তরে বিশেষ সক্রিয়তা, হটলাইনে আলোচনা এবং সীমান্ত ইস্যুতে মস্কোয় ভারত ও চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর নিশ্চিত হয় যে শনিবার পাঁচ জনকেই ফিরিয়ে দিচ্ছে চিনা ফৌজ।

আরও পড়ুন : চিন যুদ্ধ ডেকে আনলে জবাব দিতে তৈরি ভারত