Sunday, November 9, 2025

বাইরে পাচার হচ্ছে খবর, এবার বিজেপিতে “মীরজাফর” খুঁজতে নামলেন দিলীপ

Date:

Share post:

প্রতিটি রাজনৈতিক দলেই থাকে “ঘরশত্রু” বিভীষণ। থাকে ক্ষমতালোভী “মীরজাফর”! যারা শীর্ষ নেতৃত্বের সফলতাকে হিংসা করেন অথবা শীর্ষ নেতাদের নির্দেশ মনে মনে মেনে নিতে পারেন না। আর তাই নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করতে গিয়ে লড়াইয়ের ময়দানে দলকে রক্ষা করা তো দূরের কথা বরং বিপদে ফেলতেই পটু তারা। এদের লক্ষ্য প্রতিপক্ষ দল নয়, বরং দলের অন্দরেই অন্য শিবিরের নেতাদের বিড়ম্বনায় ফেলাই এই বিভীষণ বা মীরজাফরদের ধর্ম।

তাই একুশের হাইভোল্টেজ নির্বাচনের আগে দলের অন্দরের ময়লা সাফ করতে চাইছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। গেরুয়া শিবিরের ক্ষমতাসীন গোষ্ঠী মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তখনই চোখে চোখ রেখে লড়াই সম্ভব, যখন ঘরের মধ্যে লুকিয়ে থাকা শত্রুদের খুঁজে বের করে ছেঁটে ফেলা যাবে। তাই আর দেরি না করে ”ঘরশত্রু বিভীষণ” ও “বেইমান মীরজাফর”দের খোঁজার প্রক্রিয়া শুরু করল রাজ্য বিজেপি।
আর দলের মধ্যে এই ভূতদের খুঁজে বের করার দায়িত্ব নিজে হাতে তুলে নিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

বঙ্গ বিজেপির কর্মসমিতির বৈঠকে শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই সর্বসম্মতিক্রমে দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের আগে দলের খবর কে বা কারা বাইরে পাচার করে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তারই হদিশ বা সূলুক-সন্ধান করা। দিলীপ ঘোষরা মনে করছেন, দলের মধ্যেই একটা অংশ ঘোঁট পাকাচ্ছে। রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীকে অস্বস্তিতে ফেলতেই তাদের এমন চক্রান্ত।

সাম্প্রতিক কিছু ঘটনাক্রমের দিকে নজর দিলে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দিল্লির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে দিলীপ ঘোষের ইস্তফা দেওয়ার জল্পনা থেকে শুরু করে মুকুলের শহরে ফিরে আসা কিংবা বাবুলের বাড়িতে দলীয় নেতা-সাংসদদের ভুরিভোজ, দিলীপের নামে নালিশ চিঠি দিল্লিতে পাঠানো, শোভন-বৈশাখী এপিসোড, সবই হাটে-বাজারে ঘুরপাক খাচ্ছে।

নেতৃত্বের মধ্যে ঠান্ডা লড়াই-সংঘাত ও গোপন কথা যেভাবে বাইরে চলে আসছে, তাতে দিলীপ ঘোষরা নিশ্চিত, এটা দলেরই কারও কাজ। যা নিয়ে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে এক সাধারণ সম্পাদক অভিযোগ করেন, মিডিয়ার একটা অংশ দলকে অস্বস্তিতে ফেলতে চাইছে। দলের ভিতরের খবর পাচার করছে দলেরই লোক। এমন দাবির পর শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের প্রস্তাব ওঠে। এই কমিটি অবশ্য আগেও ছিল। এবার শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। দলের মধ্যে থাকা “মীরজাফর”দের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেবে ওই কমিটি। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...