Saturday, August 23, 2025

সীমান্ত ও চিন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকুক দেশ, সংসদকে বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সোমবার সংসদের বাদল অধিবেশনের আগে চিন ও সীমান্ত ইস্যুতে গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, তিনি আশা করেন সংসদ ও সাংসদরা দায়িত্বশীল হয়ে এই বার্তা দেবে যে, গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় সেনার পাশে রয়েছে।

নিজের বক্তব্যে এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, আমাদের সেনাবাহিনী অসীম সাহস, নিষ্ঠা ও দেশের প্রতি গভীর আত্মত্যাগের ভাবনা থেকে সীমান্তে মজবুত দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা কঠিন উচ্চতায় রয়েছেন। কিছুদিন পরেই বরফ পড়া শুরু হবে। আমি আত্মবিশ্বাসী যে এই অবস্থায় সংসদ ও সাংসদরা এককাট্টা হয়ে বার্তা দেবেন, সেনার পাশে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে স্পষ্ট, চিনের বিরোধিতা প্রসঙ্গে সব দলের কাছে ঐক্যের বার্তা দিতে চাইলেন তিনি। গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর আচমকা চিনা সেনার হামলা হওয়ার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রায় প্রতিদিনই নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারকে আক্রমণ করেছেন রাহুল। কংগ্রেস সাংসদ বলেছেন, চিনের লাল ফৌজের চোখরাঙানিকে ভয় পাচ্ছে কেন্দ্র। কিন্তু তারপরেও সব দলকে দেশ ও সেনার পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, সীমান্ত ইস্যুতে বিরোধীদের দায়িত্বজ্ঞানসম্পন্ন মনোভাব দেখানোর কথা মনে করালেন।

 

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...