গোটা বাংলা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা!

রাজনৈতিক ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে এসে এবার গোটা বাংলা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। হুগলির গোঘাটে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় আরামবাগ মহকুমা অঞ্চলে। ওই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান দলীয় প্রতিনিধিরা। কিন্তু বাড়ি গিয়ে দেখেন তালা ঝোলানো। এরপরই উত্তেজিত বিজেপি নেতা-কর্মীরা।

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের অপহরণ করেছে পুলিশ। রাজ্যের সর্বত্র এমব ঘটনা ঘটছে। যা বরদাস্ত করা হবে না। বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। এরকম চলতে থাকলে বিজেপি গোটা বাংলা জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা কোথায় আছেন, তা জানতে চেয়ে আরামবাগ মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করে বিজেপি। অন্যদিকে, শান্তির বার্তা নিয়ে গোঘাট অঞ্চলে বাইক মিছিল করে তৃণমূল।