দেখা নেই পদ্মার রুপোলি শস্যের, রান্নাপুজোর আগে বাজারে ইলিশের হাহাকার!

পুজোর শুভেচ্ছা বার্তা নিয়ে ওপার বাংলা থেকে পদ্মার ইলিশ এলেও শহরের বাজারগুলিতে সর্বত্র দেখা নেই। আর যে বাজারে পদ্মার ইলিশ সামান্য উঁকি মারছে, সেখানে হাত লাগালেই ছ্যাকা পড়ছে। সাধারণের নাগালের বাইরে পদ্মার ইলিশ। তাই এ বছর রুপোলি শস্য নিয়ে অল্পেই সন্তুষ্ট থাকতে হবে বাঙালিকে। অর্থাৎ, মাছে-ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় ইলিশ মাছ সেভাবে ধরা দিতে চাইছে না বাঙালিকে।

এবছর কলকাতায় ইলিশের যোগান খুবই কম বলেই জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে যে সমস্ত ইলিশ মাছ শহর কলকাতার বাজারে এসে পৌঁছচ্ছে মূলত তা দীঘা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, নামখানা, ক্যানিং থেকে আসছে। কিন্তু তাদেরও যোগান একেবারে সীমিত। এর ফলে শহর কলকাতার বাজারে যেটুকু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার দাম আকাশছোঁয়া। ৬০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ মাছের দাম ১০০ টাকা প্রতি কেজিতে। ফলে পদ্মার ইলিশের দাম যে কোথায় গিয়ে ঠেকবে তা সহজেই অনুমেও।

এদিকে অরন্ধন বা রান্নাপুজোর জন্য অনেক বাড়িতেই ইলিশ মাছ খাওয়ার রেওয়াজ আছে। সে ক্ষেত্রে স্টকে যেটুকু ইলিশ রয়েছে এবছর তা দিয়েই পুজোর কাজ চালাতে হবে।

আরও পড়ুন-এবারের তর্পণ সামাজিক দূরত্ব মেনেই, গণ্ডি থাকছে ঘাটে, পরতে হবে মাস্ক