Sunday, August 24, 2025

শুক্রেই কি মিলবে প্রাণের স্পন্দন! ফসফাইনের উপস্থিতিতে প্রশ্ন

Date:

Share post:

সৌরমণ্ডলে প্রাণ খুঁজতে বিজ্ঞানীরা বারবার মঙ্গলের দিকে তাকিয়েছেন। কখনও ভাবতেই পারেননি সেই তালিকায় থাকতে পারে শুক্র গ্রহও। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ ও শুক্র। সূর্যের কাছের বলেই প্রবল তাপমাত্রা এই দুই গ্রহে। ফলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা এক প্রকার অসম্ভব বলেই মনে হয়েছিল বিজ্ঞানীদের। তবে সেই ধারণা এবার ভাঙতে চলেছে।
সাম্প্রতিক গবেষণা ও পর্যবেক্ষণে শুক্র গ্রহে ফসফাইন নামে গ্যাসের অস্তিত্ব মিলেছে। পৃথিবীতে এই গ্যাস জৈব পদার্থ থেকে নির্গত হয়। এই ফসফাইন শুক্র গ্রহে কোথা থেকে এল, সেটাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। তবে কি শুক্র গ্রহে আছে কোন জৈব পদার্থ? আছে কি প্রাণের স্পন্দন?

সৌরমন্ডলে পৃথিবী ছাড়া আর কোনও গ্রহে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে প্রাণের অস্তিত্ব মেলেনি। যদিও মঙ্গল নিয়ে গবেষণা হয়েছে বিস্তর। কারণ সূর্য থেকে মঙ্গলের দূরত্ব, সেই গ্রহের যা তাপমাত্রা তাতে প্রাণের সম্ভাবনা থাকার কথা মনে হয়েছে বিজ্ঞানীদের। তবে শুক্রের কথা কখনই মাথায় আসেনি।

সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জ ও চিলির আটাকামা মরুভূমি থেকে বিশেষ টেলিস্কোপ বসিয়ে শুক্রের আবহাওয়া পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। সেখানেই শুক্রের মাটি থেকে ৬০ কিলোমিটার ওপরে ফসফিন গ্যাসের উপস্থিতি ধরা পড়েছে। শুক্র গ্রহের তাপমাত্রা প্রচণ্ড। সীসার মতো ধাতুও এখানে মুহূর্তে গলে যায়। এখানকার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি।

আরও খবর : জন্মদিনের উপহার, ক্লাস সেভেনের সিদ্ধার্থ পেল ‘দত্তক বাঘ’

তবে সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি পত্রিকার এই পর্যবেক্ষণের কথা প্রকাশ হয়েছে। সেখানে ফসফাইন গ্যাসের উপস্থিতি থাকলেও, প্রাণের অস্তিত্ব রয়েছে এ কথা জোর দিয়ে বলা যায় না। কারণ এই গ্রহের বেশিরভাগটাই রহস্যময়। বিজ্ঞানীরা বোঝবার চেষ্টা করছেন কোথা থেকে এল এই ফসফাইন গ্যাস। সেখানে সত্যিই কি প্রাণের অস্তিত্ব আছে?

এ বিষয়ে নিশ্চিতভাবে বলতে গেলে প্রয়োজন আরও গবেষণার।তবে সৌরমণ্ডলের বাইরে বিশাল ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও যে প্রাণের অস্তিত্ব আছে সে ব্যাপারে নাসার তরফে বহুবার ইঙ্গিত মিলেছে। ইউএফও- যে শুধু কল্পনা বা সিনেমার জগতে নেই, বাস্তবেও রয়েছে তেমনটাই মনে করেন বহু বিজ্ঞানী ও গবেষক। বেশিরভাগটাই না-জানা ব্রহ্মাণ্ডের রহস্য একদিন কাটবেই বলে মনে করেন তাঁরা। বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্বর অকাট্য প্রমাণ মিলবেই একদিন এমনটাই মত বহু গবেষকের।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...