Sunday, January 11, 2026

এনসিবি দলে ভাইরাসের হানা, জিজ্ঞাসবাদ করা হলো না সুশান্তের প্রাক্তন ম্যানেজারকে

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদকযোগের তদন্ত শুরু করেছে এনসিবি। এবার সেই তদন্তে বাধা হয়ে দাঁড়াল ভাইরাস। জানা গিয়েছে, নারকোটিক কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের এক সদস্যের ভাইরাস সংক্রমণ হয়েছে। তাই জিজ্ঞাসাবাদ না করেই ফেরত পাঠানো হলো অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে।

মাদকযোগের তদন্তে ডেকে পাঠানো হয় শ্রুতি মোদিকে। নির্দিষ্ট সময় গিয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট আধিকারিকের অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট হাতে পৌঁছে। এনসিবি জানিয়ে দেয়, তদন্তকারীদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এই অবস্থায় জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। বাকিদের পরীক্ষা করতে হবে। তাই শ্রুতিকে ফেরত যেতে বলা হয়। আপাতত নিয়ম মেনে আইসোলেশনে থাকতে হবে তদন্তকারীদের।

অন্যদিকে, এনসিবি তল্লাশি চালায় সুশান্তের পাবনা লেকের বাগান বাড়িতে। জানা গিয়েছে, ওই বাগান বাড়ি থেকে হুক্কা, প্রচুর ওষুধ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, মাঝেমধ্যেই সেখানে পার্টি করতেন সুশান্ত। রিয়া, সৌভিক ছাড়াও সেই বাগান বাড়ির পার্টিতে বলিউডের অনেক তারকা উপস্থিত থাকতেন। এই তালিকায় রয়েছে সারা আলি খানের নাম। বাগানবাড়ির কেয়ারটেকার জানান, ২০১৮ থেকে ২০১৯-এর জানুয়ারি সুশান্তের সঙ্গে বেশ কয়েকবার সেখানে গিয়ে থেকেছেন সারা। জানা গিয়েছে, পাবনা লেকের ওই বাগান বাড়ি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। প্রতি মাসে যার ভাড়া ছিল ২.৫ লক্ষ টাকা।

আরও পড়ুন-একসঙ্গে বসে মাদক সেবন! রিয়া-সুশান্তের ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...