Sunday, January 11, 2026

ফের নিম্নচাপের জেরে বৃষ্টি রাজ্যে, জানাচ্ছে হাওয়া অফিস

Date:

Share post:

রাজ্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বেশকিছু জেলায় জারি হয়েছে সর্তকতা। মৎস্যজীবীদের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ২০ সেপ্টেম্বর। হাওয়া অফিস সূত্রে খবর, মহালয়ার দিন মেঘলা থাকবে আকাশ। তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। ফলে গরম অনুভূত হবে।

আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, “আগামী ২০ তারিখ নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ওপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০-২২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলোয় জারি হয়েছে সর্তকতা। মূলত পূর্বের অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন জেলা গুলি যেমন মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২১ সেপ্টেম্বর দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। কিছু জেলায় ভারী বৃষ্টি। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ সেপ্টেম্বর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে সর্তকতা থাকছে। যেহেতু ২০ সেপ্টেম্বর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে মৎস্যজীবীদের সেদিন থেকে সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু যারা চলে গিয়েছেন তাদেরকে ২০ সেপ্টেম্বর দুপুরের মধ্যে ফিরে আসার কথা জানানো হচ্ছে।”

আরও পড়ুন- বাংলাদেশের ট্রেনে যাত্রী পরিবহন শুরু

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...