ফের নিম্নচাপের জেরে বৃষ্টি রাজ্যে, জানাচ্ছে হাওয়া অফিস

Date:

Share post:

রাজ্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বেশকিছু জেলায় জারি হয়েছে সর্তকতা। মৎস্যজীবীদের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ২০ সেপ্টেম্বর। হাওয়া অফিস সূত্রে খবর, মহালয়ার দিন মেঘলা থাকবে আকাশ। তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। ফলে গরম অনুভূত হবে।

আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, “আগামী ২০ তারিখ নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ওপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০-২২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলোয় জারি হয়েছে সর্তকতা। মূলত পূর্বের অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন জেলা গুলি যেমন মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২১ সেপ্টেম্বর দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। কিছু জেলায় ভারী বৃষ্টি। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ সেপ্টেম্বর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে সর্তকতা থাকছে। যেহেতু ২০ সেপ্টেম্বর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে মৎস্যজীবীদের সেদিন থেকে সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু যারা চলে গিয়েছেন তাদেরকে ২০ সেপ্টেম্বর দুপুরের মধ্যে ফিরে আসার কথা জানানো হচ্ছে।”

আরও পড়ুন- বাংলাদেশের ট্রেনে যাত্রী পরিবহন শুরু

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...