Thursday, January 15, 2026

রাজ্যসভাতেও পাশ কৃষি বিল, ‘ঐতিহাসিক ঘটনা’ বললেন মোদি

Date:

Share post:

লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল কৃষি বিল। রবিবার তুমুল হইহট্টগোল এবং কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলির প্রবল আপত্তি উড়িয়ে রাজ্যসভায় পাশ হয় ফার্মার্স ট্রেড অ্যান্ড কমার্স বিল ও ফার্মার্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন বিল। কৃষি বিল পাশ হওয়াকে কৃষকদের স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে বলেছেন, কৃষকদের অভিনন্দন। কৃষকদের জন্য আজ এক ঐতিহাসিক দিন। কৃষকরা উন্নত ও আধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন। তাঁদের স্বাধীনতা বাড়বে। কৃষি ক্ষেত্রে কৃষকদের স্বাধিকারই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, বিলের অপব্যাখ্যা করে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কৃষকরা ভবিষ্যতেও সরকারের থেকে ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা পাবেন। এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস তুলে দেওয়া হবে বলে অসত্য প্রচার চলছে, যা ঠিক নয়। বিলে কোথাও এমএসপি তোলার কথা বলা হয়নি। কৃষকরা এখন সরকার থেকে যে ন্যূনতম সহায়ক মূল্য পান তা আগামীদিনেও বহাল থাকবে। সরকার তাঁদের কাছ থেকে সেই দামেই কৃষি পণ্য কিনবে। তা ছাড়া সরকারের মূল লক্ষ্য হল, কৃষকরা যাতে কৃষি পণ্যের আরও ভাল দাম পান। বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করলে তারা কৃষি পণ্যের বেশি মূল্য পাবেন তাই নয়, কৃষি ক্ষেত্রের আধুনিকীকরণ হবে। উন্নত মানের বীজ ও সার পাবেন তাঁরা। ফলনও বেশি হবে। কেন্দ্রের বক্তব্য, এই বিল কৃষকের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই আনা হয়েছে। কৃষকরা নিজের এলাকার বাইরে অন্যত্র বা অন্য রাজ্যে তাঁদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ পাবেন। কোনও বাধা থাকবে না। বর্তমানে চাল, গম সহ বেশ কিছু কৃষিপণ্য চাষিরা নোটিফায়েড এলাকার বাইরে বিক্রি করতে পারেন না। এখন থেকে কৃষকরা বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে কৃষি পণ্য উৎপাদন করতে পারবেন। অর্থাৎ ফসল বিক্রির ক্ষেত্রে কৃষকদের স্বাধীনতা ও পছন্দকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন- কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ কৃষকদের, ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার পুলিশের

spot_img

Related articles

ভোটের আগে রিস্ক-ফ্রি কমিটি বিজেপির! জেলা ইনচার্জ পদে পুরোনোতে আস্থা 

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির স্ট্যাটেজি ঠিক করতে মাথার ঘাম পায়ে ফেলছেন অমিত শাহ, নরেন্দ্র মোদি।...

আইপ্যাক মামলায় আজ সুপ্রিম শুনানি, শীর্ষ আদালতে নজর রাজনৈতিক মহলের

কলকাতায় আইপ্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের (ED raid in ipac office) জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। বুধবার হাইকোর্টে...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...