Friday, August 22, 2025

বিশ্বভারতী পরিদর্শন করতে শান্তিনিকেতনে ৪ সদস্যের তদন্ত কমিটি

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঁচিল কাণ্ডের পরিদর্শন করতে রবিবার বিশ্বভারতীতে পৌঁছলেন ৪ সদস্যের প্রতিনিধি দল। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্ট এই ৪ সদস্যের কমিটি তৈরি করে। এই কমিটির চেয়ারম্যান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর ও অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

এদিন তাঁরা প্রথমে বিশ্বভারতীর মেলার মাঠের গেট পরিদর্শন করেন। এই গেটই ১৭ অগাস্ট ভাঙা হয়। একইসঙ্গে মেলার মাঠ পরিদর্শন করেন। বিশ্বভারতীর উপাচার্যের দফতরে এই তাঁরা বৈঠক করেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদরা এবং জেলা পুলিশ সুপার শ্যাম সিং এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। দেড় ঘণ্টা ধরে এই বৈঠক চলে। বৈঠক শেষে বিশ্বভারতী একটি প্রেস বিজ্ঞপ্তি জারি জরে। তারা জানায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুন্ন রাখা হবে। আগামী দিনে শান্তিনিকেতন তথা বিশ্বভারতীতে সমস্যা সৃষ্টি হলে তা তথ্য আদান-প্রদানের মাধ্যমে একযোগে সমাধানের চেষ্টা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসন।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত অগাস্ট মাসে। শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে শুরু হয় অশান্তি। পাঁচিল দিয়ে ঘিরে ফেলার প্রতিবাদে আন্দোলনের নামে স্থানীয়রা। সেই নিয়ে অশান্তি চরমে পৌঁছয়। নির্মাণ কাজ করতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মাঠে পৌঁছন। প্রতিবাদে জড়ো হন স্থানীয়রা। উল্টে দেওয়া হয় নির্মাণ সরঞ্জাম। এরপর জেলা শাসক বৈঠকের জন্য উপাচার্য সহ কর্তৃপক্ষকে ডাকলেও তাঁরা উপস্থিত হননি। উপরুন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ বলেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তা নিয়ে শুরু হয় বিতর্ক। আসরে নামে আদালত। বিশ্বভারতীর ঐতিহ্য রক্ষায় হাইকোর্টই স্বতঃপ্রণোদিত মামলা করে। সমাধান সূত্র খুঁজতে কমিটিও গঠন করে হাইকোর্ট।

আরও পড়ুন- কেন্দ্রের শর্ত মেনে সোমবার থেকে স্কুল খোলার সিদ্ধান্ত একাধিক রাজ্যের

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...