Sunday, August 24, 2025

কেন আল-কায়দার টার্গেট মুর্শিদাবাদ? শিক্ষা প্রতিষ্ঠানের নেপথ্যেই লুকিয়ে রহস্য!

Date:

Share post:

মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গি থেকে ধৃত ৬ আল-কায়দা জঙ্গিকে রাতভর জেরা করেছেন NIA গোয়েন্দারা। আজ, রবিবার কলকাতায় দফায় দফায় জেরা চলছে বিধাননগর দক্ষিণ থানায়। কখনও একক ভাবে আবার কখনও রোটেশন মুখোমুখি বসিয়ে জঙ্গিদের জেরা চলছে। প্রত্যেকের বয়ান রেকর্ড করে তা মিলিয়ে দেখছেন NIA গোয়েন্দারা। কারও মধ্যে কোনও অসঙ্গতি পেলে, ফের শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ। গোয়েন্দারা যত তাড়াতাড়ি সম্ভব শিকড়ে পৌঁছতে চাইছেন। জেরায় ইতিমধ্যেই বেশকিছু চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে উঠে এসেছে। দুঁদে গোয়েন্দাদের জেরার মুখে ভেঙে পড়ছে জঙ্গিরা। জট খুলছে ধাঁধার। সরাসরি এ রাজ্যের ভূমিপুত্রদের নিয়োগ করে আল-কায়দা কীভাবে বাংলায় জঙ্গি নেটওয়ার্ক বিস্তার করছিল? একের পর এক তথ্য সামনে আসছে, আর সেই ধাঁধার উত্তর মিলছে! যা শুনে কপালে ভাঁজ পড়ছে NIA দুঁদে গোয়েন্দাদের। ধৃত জঙ্গিদের লাগাতার জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার উঠে এলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

সূত্রের খবর, ধৃত আল-কায়দা জঙ্গি আল মামুন কামালকে কড়া জেরা করে জানা গিয়েছে, মুর্শিদাবাদে তার একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। জেরায় আল মামুন কামাল স্বীকার করেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার পিছনে মূল কারণই ছিল স্থানীয় যুবক ও কিশোরদের শিক্ষার আড়ালে আল-কায়দা নিয়োগ করা। পাশাপশি জঙ্গি সংগঠনের জন্য ফান্ডিং অর্থাৎ, শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে অর্থ সংগ্রহ। সেই পরিকল্পনামাফিকই চলছিল কাজ। শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, নেটওর্য়াক বাড়াতে একইরকমভাবে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্য ছিল তার বা তাদের।

তদন্তে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। বাংলায় জঙ্গি নেটওয়ার্ক বিস্তার করতে মুর্শিদাবাদকেই সবচেয়ে বেশি পছন্দ ছিল আল-কায়দার। তার কারণ এই জেলায় নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষের বাস। আল-কায়দার মতো জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্যই ছিল যেসমস্ত এলাকা গরিব, সেই এলাকাগুলোকে টার্গেট করা। কারণ সহজেই এই গরিব মানুষজনকে বুঝিয়ে তাদের মগজধোলাই করত তারা। আর তাতে খুব সহজেই তাদের মধ্যে জেহাদি মনোভাব তৈরির কাজ খুব সহজেই করা সম্ভব ছিল। আর সেখানে যদি শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে কাজ করা যায়, তাহলে বিষয়টি আরও সহজ হয়। সন্দেহ আরও কম হয়!

আরও পড়ুন- করোনা পজিটিভ কলকাতা গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...