Saturday, November 8, 2025

Big Breaking: দুর্গাপুজোর মধ্যে হচ্ছে না নেট পরীক্ষা, দীনেশ ত্রিবেদীকে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

Share post:

দুর্গাপুজোর মধ্যে হচ্ছে না ইউজিসি-নেট পরীক্ষা। সাংসদ দীনেশ ত্রিবেদীর আবেদনে সাড়া দিয়ে একথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। চলতি বছরের জুন-সেপ্টেম্বর সেশনের ইউজিসি-নেট পরীক্ষার সূচি ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দফায় দফায় এই পরীক্ষা হবে। সূচি ঘোষণা হওয়ার পর দেখা যায় দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে পরীক্ষা আছে। এই সূচি নিয়ে ক্ষোভ তৈরি হয় ছাত্রদের মধ্যে।

আরও পড়ুন- এবার করোনা আক্রান্ত ৫৪ জন সন্ন্যাসী, ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ
এই পরীক্ষাসূচির বিরোধিতা করে সংসদে সরব হন সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সংশ্লিষ্ট দিনগুলিতে পরীক্ষা স্থগিত করে অন্যদিন পরীক্ষা নেওয়া হোক। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দীনেশ ত্রিবেদীকে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন সংশ্লিষ্ট দিনে পরীক্ষা নেওয়া হবে না। নতুন সূচি শীঘ্রই প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

আরও পড়ুন- কৃষি বিলের বিরোধিতা: বাদল অধিবেশনে সাসপেন্ড ডেরেক, দোলা-সহ আট সাংসদ
ওই পরীক্ষাসূচিতে দেখা যায়, ২১ দুর্গাপুজোর পঞ্চমীতে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। প্রথম দফায় সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হবে এডুকেশন এবং দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে ভূগোল পরীক্ষা। ২২ অক্টোবর দুর্গাপুজার ষষ্ঠী। ওই দিন দু’দফায় পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মালায়ালাম, উর্দু, পাঞ্জাবি, রাশিয়ান, তেলেগু, মারাঠি ভাষার পরীক্ষা। দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা, কাশ্মীরি এবং সোশ্যাল মেডিসিন এবং কমিউনিটি হেলথ পরীক্ষা। আবার ২৩ অক্টোবর সপ্তমীতে হিন্দির দুই বিভাগের পরীক্ষা আছে।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...