Tuesday, August 26, 2025

অনুব্রতকে প্রাণনাশের হুমকি! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

Date:

Share post:

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রাণনাশের হুমকি! আর তারই অভিযোগে গ্রেফতার গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। আজ, মঙ্গলবার প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার করা হয় শাসক দলের প্রাক্তন কাউন্সিলরকে। ইঁটাচাঁদার বাসিন্দা সেখ সুজাউদ্দিন নামে এক তৃণমূল কর্মী অনুব্রত মণ্ডলের প্রাণনাশের হুমকির অভিযোগ করেন নিত্যানন্দের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন গুসকরার স্কুলমোড় থেকে নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে বর্ধমান আদালতে তোলে পুলিশ।

যদিও বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নিত্যানন্দবাবু। তিনি বলেন, “কেষ্ট মণ্ডল তাঁর স্ত্রী অসুস্থতার সময় আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা এখনও তিনি ফেরত দেননি। প্রাপ্য টাকা চেয়েছি বলেই ফাঁসানো হলো আমাকে। তবে জেল থেকে ছাড়া পেয়ে ফের টাকা চাইব। প্রয়োজনে শীর্ষ নেতৃত্বের কাছে যাব।” যদিও অনুব্রত মণ্ডল নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের এমন দাবি উড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দল করছেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। বাম আমলেও গুসকরা পুরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। বিগত পুরবোর্ডের পুরসভার পূর্ত বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন। তবে গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার বিদায়ী কাউন্সিলর নিত্যানন্দবাবু এর আগেও দলবিরোধী কার্যকলাপ-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত। তাঁর নাম অনেক বিতর্কে জড়িয়ে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন- অতিমারি আবহে নতুন চমক: বাড়ি বসেই 3D আঙ্গিকে পুজো পরিক্রমা

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...