Saturday, January 17, 2026

অতীত ভুলে গেলে, ভবিষ্যৎ অন্ধকার- নন্দীগ্রামে দাঁড়িয়ে কাকে বার্তা দিলেন শুভেন্দু?

Date:

Share post:

অতীত ভুলে গেলে, ভবিষ্যৎ অন্ধকার- তাঁর খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়ে মঙ্গলবার এই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন নন্দীগ্রামের জমি আন্দোলনের সময়কার নেতা, তৃণমূলের পঞ্চায়েত প্রধান প্রয়াত নিশিকান্ত মণ্ডলের স্মরণসভা ছিল। সেই মঞ্চে শুভেন্দু মনে করিয়ে দেন, ২০০৬-এর ৩ নভেম্বর তেখালির ভাঙা সেতু দিয়ে তাঁকে সোনাচূড়া হাইস্কুলের মাঠে নিয়ে গিয়েছিলেন নিশিকান্ত মণ্ডলই। সেখানে প্রথম জমি আন্দোলনে সূচনা হয়। নিশিকান্ত না-থাকলে ওই আন্দোলন জিততে পারতেন না বলে মন্তব্য করেই শুভেন্দু বলেন, ‘‘অনেকেই অতীত ভুলে যান। আমি শুভেন্দু অধিকারী, সব সময় আমি বলি, যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা দিয়ে শেষ করব। অতীত যাঁরা ভুলে যান, তাঁদের ভবিষ্যৎ অন্ধকার হবে। এটাই চিরন্তন সত্য”।
শুভেন্দুর বক্তব্যের নিশানায় কে? কেন বললেন একথা? এনিয়ে শুরু হয়েছে জল্পনা।

২০০৭ সালে নন্দীগ্রামে জমি আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূলের উত্থানের শুরু। জমি আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল সারা রাজ্যে। শাসন ক্ষমতার পট পরিবর্তনে মুখ্য ভূমিকা নিয়েছিল নন্দীগ্রাম আন্দোলন। সেই আন্দোলনে তৃণমূল নেত্রীর প্রধান সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী।

কিন্তু শাসকদলে সাম্প্রতিক রদবদলের পরে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে। শুভেন্দুকে দলীয় অনুষ্ঠানে তেমন দেখা যাচ্ছে না।তবে সমান্তরাল জনসংযোগের মঞ্চে দেখা যাচ্ছে তাঁকে।

গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পরে এ দিন ফের প্রকাশ্য অনুষ্ঠান মঞ্চে নন্দীগ্রামে দেখা গেল তাঁকে। তবে দলীয় উদ্যোগে নয়, সোনাচূড়ায় ‘ভূমি রক্ষা কমিটি’ই নিশিকান্তের স্মরণসভার আয়োজন করেছিল। তমলুকে ক’দিন আগেই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভাতেও হাজির ছিলেন শুভেন্দু।
এ দিনের মন্তব্য ভোটের আগে নন্দীগ্রামের অতীত উস্কে দেওয়ার কৌশল বলেই বিঁধছে বিরোধীরা। বিজেপির জেলা সহ-সভাপতি প্রলয় পালের কটাক্ষ, দলে কোণঠাসা হয়েই শুভেন্দু এখন দলীয় নেতৃত্বকে নিজের গুরুত্ব মনে করিয়ে দিতে চাইছেন।তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারী অবশ্য বলছেন, ‘‘বিজেপির অভিযোগের কোনও গুরুত্ব নেই”।

তবে, এদিন শুভেন্দু অধিকারীর মন্তব্য কার উদ্দেশে? কাকে তিনি অতীত স্মরণ করাতে চাইলেন? জানি রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন-অন্য দল থেকে বিজেপিতে আসা নেতাদের ‘বিশ্বাসঘাতক’ বললেন তথাগত রায়

spot_img

Related articles

তল্লাশি অভিযানে বড় সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদীর

ছত্তিশগড়ে চলছে মাওবাদী বিরোধী অভিযান। বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যের। বাজেয়াপ্ত হয়েছে অত্যাধুনিক অস্ত্র।...

মালদহে মোদির মুখে বেলডাঙা প্রসঙ্গ! উন্নাও, হাথরস টেনে পাল্টা খোঁচা তৃণমূলের

নির্বাচনের আগে বাংলার নানা প্রান্তে নানা ভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিজেপি ও তাঁদের ইন্ধনে মাথাচাড়া দেওয়া...

লাইনে দাঁড়িয়ে মানুষ মারছে মোদি সরকার: সিঙ্গুরে সরব তৃণমূল, জেলায় ৩দিন মেগা সভার ঘোষণা

রবিবার সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে শনিবার, সিঙ্গুরেই সভা করে বিজেপি (BJP) তথা...

নদীপথ প্রকল্পে সামগ্রিক প্রভাব যাচাইয়ে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের 

কলকাতা মহানগরীতে জলপথ পরিবহণ এবং তার সঙ্গে যুক্ত পরিকাঠামো প্রকল্পগুলির পরিবেশগত ও সামাজিক প্রভাব খতিয়ে দেখতে সমীক্ষা করানোর...