Saturday, November 8, 2025

‘টাইম’-এর প্রভাবশালী তালিকায় মোদির পাশেই নাম শাহিনবাগের দাদি’র

Date:

Share post:

 

‘প্রভাবশালী-১০০’৷

২০২০ সালের এই তালিকা প্রকাশ করেছে মার্কিন পত্রিকা ‘টাইম’। ওই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন আছেন, তেমনই রয়েছেন শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ, ৮২ বছরের ‘দাদি’ বিলকিস। মোদির নাম ‘লিডার’ বিভাগে রয়েছে, আর টাইমের ‘আইকন’ বিভাগে জ্বলজ্বল করছে বিলকিসের নাম।

২০১৯- এর ডিসেম্বর থেকে CAA-র বিরুদ্ধে দক্ষিণ দিল্লির শাহিন বাগে আন্দোলনে বসেছিলেন প্রতিবাদী মানুষ। তাঁদের মধ্যে ছিলেন অশীতিপর বিলকিস। প্রায় রোজ সকালে ওখানে পৌঁছে বসতেন বিক্ষোভকারীদের সঙ্গে৷ থাকতেন মাঝরাত পর্যন্ত। এমনি করেই একদিন হয়ে যান সকলের ‘দাদি’৷ এক বিদেশি সাংবাদিক মার্কিন ‘টাইম’ পত্রিকায় লিখে ফেলেন বিলকিস সম্পর্কে। সেই সাংবাদিক লিখেছিলেন, ‘‘প্রথম যে দিন বিলকিসকে দেখি, কমবয়সিদের ভিড়ে বসেছিলেন তিনি। এক হাতে জপের মালা, অন্য হাতে জাতীয় পতাকা। ভারতের প্রান্তিক মানুষের প্রতিবাদী স্বরের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি।’’ ওই সাংবাদিককে বিলকিস বলেছিলেন, ‘‘যতক্ষণ আমার শিরা-ধমনী দিয়ে রক্ত চলাচল করবে, আমি এখানেই বসে থাকবো৷’’ প্রসঙ্গত, ওই শাহিন বাগ আন্দোলন ১০১ দিন ধরে চলার পর করোনা সংক্রমণ রোখার অজুহাতে গত ২৪ মার্চ তুলে দেয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লি পুলিশ৷

মজার বিষয়, বিলকিস যাঁর সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই নরেন্দ্র মোদিরও নাম এবার রয়েছে ‘টাইম’-এর ‘লিডার’ বিভাগে। মোদির সঙ্গেই নাম আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো’র মতো রাষ্ট্রনেতার। ‘টাইম’ ম্যাগাজিন ভারতের প্রধানমন্ত্রীকে ‘প্রভাবশালী’ বলে চিহ্নিত করে বলা হয়েছে, ‘‘যদিও ভারতের প্রায় সব প্রধানমন্ত্রীই দেশের ৮০ শতাংশ সংখ্যাগরিষ্ঠ হিন্দুর এক জন, একমাত্র নরেন্দ্র মোদিই এমন ভাবে সরকার চালান যা দেখে মনে হয়, দেশের বাকি মানুষের কোনও অস্তিত্বই নেই৷ মহামারি পরিস্থিতিকে বিরোধী-কন্ঠ চাপা দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করছেন তিনি। পৃথিবীর সব থেকে বর্ণময় গণতন্ত্র ক্রমশ তলিয়ে যাচ্ছে অন্ধকারে।’’
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই নিয়ে চতুর্থ বার মোদির জায়গা হয়েছে ‘প্রভাবশালী’র তালিকায়। একমাত্র প্রথম বার ছাড়া ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে ইতিবাচক কথা কখনই বলতে শোনা যায়নি ‘টাইম’কে।

মোদি ও বিলকিস ছাড়া ‘প্রভাবশালী ১০০’-র তালিকায় রয়েছেন মাত্র আর এক জন ভারতীয়। তিনি অভিনেতা আয়ুষ্মান খুরানা।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...