Thursday, August 28, 2025

বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, মূর্তি ভাঙার ঘটনারও জানান দিলেন মমতা

Date:

Share post:

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি এক তাৎপর্যপূর্ণ টুইট বার্তায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে অতীতের কিছু অভিশপ্ত স্মৃতি উস্কে দিলেন।

প্রসঙ্গত, গত বছর অমিত শাহের একটি মিছিলকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনার কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ, শনিবার বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে টুইটে হামলাকারীদের “কয়েকজন বহিরাগত” হিসেবে উল্লেখ করেন।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন, তার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, “বাংলা ভাষার পথিকৃৎ বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মদিবসে শ্রদ্ধার্ঘ। আজীবন বিধবা বিবাহ প্রচলন ও বাল্য বিবাহ রোধের বিরুদ্ধে লড়েছেন দয়ার সাগর। বিদ্যাসাগর বাংলার গর্ব। বর্তমান সময়েও তিনি আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ২০১৯ সালে কয়েকজন বহিরাগত বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। এতে হামলাকারীদের বাংলার ঐতিহ্য ও গরিমা নষ্ট করার চেষ্টাই প্রকাশ পেয়েছে। বিদ্যাসাগরের ভাবনাচিন্তা ও মতাদর্শ আজীবন আমাদের মূল্যবোধের সঙ্গে জড়িত থাকবে।”

উল্লেখ্য, ২০১৯ সালেরমে মাসে লোকসভা নির্বাচনের সময় বিজেপি’র তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কলকাতার বুকে এক রোড-শো চলাকালীন শহরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। মিছিল পথ দিয়ে যাওয়ার সময় বিদ্যাসাগর কলেজে ঢুকে কয়েকজন দুষ্কৃতী বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে দেয়। যা নয় রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল।

আরও পড়ুন- মোবাইলের সিম 4G তে পরিবর্তনের নামে প্রতারণা, ব্যাঙ্ক থেকে উধাও ১০ লক্ষ টাকা!

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...