Saturday, August 23, 2025

ফের ব্যাপক ভাঙন বিজেপিতে! এবার কোথায়?

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঘাসফুল শিবিরের যোগদানের হিড়িক লেগেছে। গত একুশে জুলাইয়ের পর থেকে প্রতিদিনই কোনও না কোন জেলায় বিজেপি-সহ বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদান পর্ব চলছেই।

তারই অঙ্গ হিসেবে এবার নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপিতে বড়সড় ভাঙন ধরালো শাসক শিবির। নদীয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিজেপির একাধিক সংগঠনের প্রায় হাজারেরও বেশি কর্মী-সমর্থক গেরুয়া শিবিরের প্রতি অনাস্থা দেখিয়ে এবং দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলে যোগ দিলেন। তাঁদের সকলকে তৃণমূলে যোগদান করালেন নদীয়া জেলা তৃণমূল সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র।

অন্যদিকে, দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় ব্যাপক ভাঙন বিজেপি ও সিপিএমে। দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী এবং ভাঙড়ের তৃণমূল নেতা নান্নু হোসেনের হাত ধরে বিজেপি ও সিপিএম থেকে কয়েকশো কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলে যোগ দেন। এদের মধ্যে অনেকেই গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ঘরে ফিরে তাঁরা জানালেন, বিজেপিতে কাজ করার কোনও জায়গা নেই। ভুল করেই তাঁরা বিজেপিতে চলে গিয়েছিলেন।

আরও পড়ুন-“বিশ্বভারতীর মাঠে দেহব্যবসা বিশ্বাসই করি না”, অগ্নিমিত্রার অভিযোগ ওড়ালেন লকেট

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...