Sunday, November 9, 2025

আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা : ‘মন কি বাত’এ মোদি

Date:

Share post:

কৃষি বিলকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। সরব হয়েছে বিরোধী দলগুলি। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কৃষকরা। এতকিছুর পরেও মাথানত করতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের উভয় কক্ষের পাশে কৃষি বিলের পক্ষে, এদিনও ‘মন কি বাত’ অনুষ্ঠানে সওয়াল করলেন মোদি। বলেন, ‘আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা। এখন কৃষকরা তাদের নিজের ইচ্ছের মালিক। এখন থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল যেখানে ইচ্ছা সেখানেই বিক্রি করতে পারবেন। কৃষিপ্রধান ভারতে কৃষকরাই হল আত্মনির্ভরতার ভিত্তি।”

এদিন কৃষিবিলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির কথায়, “আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা। এই বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে। দামের তুলনামূলক বিচার করে নিজের ইচ্ছায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এছাড়া প্রয়োজনে সহায়ক মূল্য পণ্য বিক্রির সুবিধা রয়েছে। যাঁরা সহজে ধরাশায়ী হন না, অতি বড় ঝঞ্ঝাতেও তাঁরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতে সফল হন। আমাদের কৃষকরা এই আপ্তবাক্যের শ্রেষ্ঠ উদাহরণ।”

এছাড়াও এদিন অতিমারির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন দৃঢ়তর হয়েছে বলে দাবি করেন মোদি। তিনি জানান, “অতিমারির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন যেমন দৃঢ়তর হয়েছে, তেমনই কিছু কিছু পরিবারের মূল্যবোধের অভাব ঘটেছে।”

এ প্রসঙ্গে তিনি তামিলনাড়ু ও কেরলের প্রাচীন কথকতার উল্লেখ করেন। বলেন, “দক্ষিণ ভারতের প্রাচীন ঐতিহ্যকে বলা হয় ভিল্লুপত্তু। প্রতি পরিবারের জন্য একটি বিষয় নির্বাচন করা হয়। সেই বিষয় হতে পারে কোনও সাহসিকতা, করুণা, গৌরব এমনকী কোভিড-ও।”

‘মন কি বাত’ অনুষ্ঠানের শেষে ২৮ সেপ্টেম্বর শহীদ ভগৎ সিংয়ের জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-স্মার্ট মিটার লাগালে তবেই মিলবে বিদ্যুতের কানেকশন, নয়া নিয়ম কেন্দ্রের

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...