একা করোনায় রক্ষা নেই, এবার ক্যাট কিউ! চিন থেকে ছড়ানো করোনাভাইরাসের বিশ্ব মহামারিতে সংক্রমণ আর মৃত্যু মিছিল হয়েই চলেছে দুনিয়া জুড়ে। এর মধ্যেই হাজির নতুন আরেক উপদ্রব। এই ভাইরাসের নাম ক্যাট কিউ। করোনার মতই এই ভাইরাসের এপিসেন্টারও সেই চিন। সেখানে হু হু করে ছড়াচ্ছে ক্যাট কিউ। এটাও করোনার মতই বাতাস বাহিত বা এয়ারবোর্ন। করোনার মত একইভাবে চিন থেকে ভারতে আসতে পারে এই ভাইরাস, এমনই সতর্কবার্তা দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা। আইসিএমআর-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন, একাধিক উপসর্গ রয়েছে ক্যাট কিউ ভাইরাসের। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যাট কিউ ভাইরাসে আক্রান্তরা জ্বরে আক্রান্ত হতে পারেন। এছাড়া ম্যানিনজাইটিস, পেড্রিয়াটিক এনকেফেলাইটিস দেখা দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ক্যাট কিউ ভাইরাস এক ধরনের এয়ারবোর্ন ভাইরাস, যা অন্য প্রাণীর দেহ থেকে বাহিত হয়। এখনও পর্যন্ত চিন এবং ভিয়েতনামে এর অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছে। চিনে বহু সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আইসিএমআর বলছে, ক্যাট কিউ ভাইরাসের প্রধান বাহক হল মশা। এজেপ্টি, কিউলেসক্স কুইনকিউফ্যাসিসিটা, কিউলেক্স ট্রাইচানিরাইনকাস জাতীয় মশা এই ভাইরাসের প্রধান বাহক। মশা ছাড়াও স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে শুয়োরও এই ভাইরাস বহন করতে সক্ষম।

আরও পড়ুন- কেন শিক্ষার এই হাল, প্রশ্ন করতে হবে : অমর্ত্য

আইসিএমআর দাবি করেছে, যেভাবে ক্যাট কিউ ভাইরাসের অ্যন্টিবডি তৈরি হয় এবং মশা যে ভাবে তা ছ়ড়িযে দেয় তা দেখে নিঃসন্দেহে বলা যায়, ক্যাট কিউ ভাইরাস এই দেশের মানুষকে সংক্রমিত করতে পারে। এই মুহূর্তে ভারতে এই ভাইরাসের উপস্থিতি কতটা তা বুঝতে আরও বেশি পরিমাণে নমুনা পরীক্ষা করা জরুরি।
