Wednesday, November 12, 2025

বাবরি রায়ের মাঝেই শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলার শুনানি আজ মথুরার কোর্টে

Date:

Share post:

বাবরি মসজিদ ভাঙ্গার সময় আদবানি, যোশীদের স্লোগান ছিলো, “এক ধাক্কা আউর দো, বাবরি মসজিদ তোড় দো”৷

সেই স্লোগানে অনুপ্রণিত হয়ে গৈরিক-বাহিনী হুমকি দিয়েছিলো, “অযোধ্যা তো স্রেফ ঝাঁকি হ্যায়, মথুরা-কাশী আভি বাকি হ্যায়”।

আরও পড়ুন- বাবরি রায় : আদবানি, যোশী, উমা’রা আজ কোর্টে যাচ্ছেন না, ওদিকে লিবেরহানের বোমা

এই স্লোগানের পথ ধরে ‘ঝাঁকি’ দিতেই আজ, বুধবার বাবরি- রায়ের দিনই মথুরার জেলা দেওয়ানি আদালতের বিচারক ছায়া শর্মার এজলাশে শ্রীকৃষ্ণের জন্মভূমি জমি বিতর্ক মামলার শুনানি শুরু হচ্ছে। কৃষ্ণ জন্মভূমির ১৩.৩৭ একর জমির মালিকানা দাবি করে আদালতে যায় “শ্রীকৃষ্ণ বিরাজমান”।আবেদনে বলা হয়েছে, হিন্দু দেবোত্তর সম্পত্তি চিরকালই দেবোত্তর থাকে। আর যদি আক্রমণকারীদের হাত থেকে ওই সম্পত্তি উদ্ধার করা যায়, তবে তা নতুন করে তৈরিও করা যায়।
বিতর্কের কেন্দ্রে মথুরার কাটরা কেশবদেব মন্দির চত্বরের ১৩.৩৭ একর জমি। আবেদনকারীদের তরফে আইনজীবী বিষ্ণু জৈনের অভিযোগ, শ্রীকৃষ্ণ জন্মভূমির ওই মন্দির চত্বরেই ১৬৬৯-৭০ সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে একটি মসজিদ তৈরি হয়েছিল। মন্দির চত্বরের জমি থেকে সেই মসজিদ সরানোর দাবিতেই এই মামলা হয়েছে।
পাশাপাশি ১৯৬৮ সালের একটি রায় বাতিলের দাবিও জানানো হয়েছে। ১৯৬৮ সালে আদালতের রায়ের পর শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থান ও শাহি ঈদগা ম্যানেজমেন্ট কমিটির মধ্যে জমি সংক্রান্ত একটি চুক্তি হয়। চুক্তি অনুসারেই ওই জমিতে মন্দির ও মসজিদের সহাবস্থান করছে। মথুরার আদালতে এই চুক্তি বাতিল করার নতুন এক আবেদন পেশ করেছেন লখনউয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রী সহ মোট ৬জন। এদের কেউ-ই মথুরার বাসিন্দা নন। অখিল ভারতীয় তীর্থ পুরোহিত মহাসভা নামে পূজারিদের একটি সংগঠন এই ইস্যুতে নতুন করে মামলা দায়ের করার নিন্দা করেছে। এই পুরোহিত সংগঠনের জাতীয় সভাপতি তথা কংগ্রেস নেতা মহেশ পাঠক বলেছেন, মন্দির-মসজিদ বিতর্ক উস্কে দিয়ে মথুরার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে একদল ‘বহিরাগত’। মথুরায় শ্রীকৃষ্ণ জন্মস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে আগেই ঐকমত্য হয়েছিল। ফলে সেখানে মন্দির-মসজিদ নিয়ে কোনও বিতর্কই নেই। মন্দির-মসজিদ সহাবস্থানের উদাহরণ হল মথুরা।

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...