Friday, January 30, 2026

আজ শাহর সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠক, গোষ্ঠী রাজনীতিতে ক্ষুব্ধ শিব-অরবিন্দ

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার দুপুরে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠক। বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভাপতি জেপি নাড্ডা তো থাকবেনই। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই রাহুল সিনহা।

কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ার পর বিদ্রোহী রাহুল দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দিলীপ ঘোষের উদ্যোগে এবং দলীয় নেতা শিব প্রকাশের সঙ্গে দীর্ঘ টেলি-কথোপকথনে অভিমান ভাঙে। রাহুল বুধবার রাতেই পৌঁছে যান দিল্লিতে।

লক্ষ্যণীয় হলো, রাহুল কলকাতা বিমানবন্দরে পৌঁছলে সেখানে রাহুলের লবির লোকজন ব্যাপক বিক্ষোভ দেখান। তাদের দাবি, কমিটিতে না ফেরালে দিল্লিতে কেন? রাহুল তাদের বোঝান তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী। দলের কথা শিরোধার্য। পাল্টা দলীয় কর্মীরা বলেন, দলের কথাই যদি শিরোধার্য হবে, তাহলে বিদ্রোহ করেছিলেন কেন? দলের বাইরের লোকেরা তো এটাকে ‘নাটক’ বলবে। পাল্টা দলীয় নেতৃত্বেরও স্পষ্ট ধারণা হয়ে যাবে, রাহুল সিনহা যতই হুমকি দিন না কেন, তাঁর বিজেপি ছাড়া গতি নেই। রাহুল আসলে দেখাতে চেয়েছিলেন, দলে তিনি একা নন, প্রচুর অনুগামী রয়েছেন তাঁর সঙ্গে। কিন্তু তাদের প্রশ্নের জবাব কী হবে, সে নিয়ে বিপাকে রাহুল ঘনিষ্ঠরা।

অন্যদিকে মুকুল রায়ের সমর্থনে দিল্লিতে বেশ কয়েকজন ভিড় করে সমর্থন জানান বুধবার। মুকুলও দেখাতে চাইছেন, দলে তিনি নতুন হলেও অনুগামী তৈরি করে ফেলেছেন। বিজেপি নেতাদের এই অনুগামীচিত্র কেন্দ্রীয় নেতাদের দেখানোর চেষ্টায় ব্যাপক চটেছেন নেতৃত্ব। ক্ষুব্ধ শিব প্রকাশ, অরবিন্দ মেনন। তাঁরা নিজেদের ঘনিষ্ঠ মহলে বলেছেন, দলের এই গোষ্ঠী কেন্দ্রীক রাজনীতি অবিলম্বে বন্ধ করতে না পারলে আগামী ভোটে মোটেই উজ্জ্বল ভবিষ্যৎ তাঁরা দেখছেন না।

spot_img

Related articles

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...