Sunday, January 11, 2026

নিজের মান রাখতে মুকুলকে সহ-পর্যবেক্ষক চাইছেন কৈলাশ, অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

কৈলাশের এবার মুকুল কাঁটা। যেতেও কাটে, আসতেও কাটে। মুকুলকে বিজেপিতে প্রতিষ্ঠিত করা ছিল তাঁর ওয়ান পয়েন্ট টার্গেট। দীর্ঘ চেষ্টার পর তিনি সফল। কিন্তু সেই সাফল্যে নতুন করে কাঁটা।

কী সেই কাঁটা? মুকুল রায় এখন সর্ব ভারতীয় সহ-সভাপতি। আর কৈলাশ সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পদ মর্যাদায় মুকুল কৈলাশের উপরে। আবার কাজ বা সিদ্ধান্ত নেওয়ার নিরিখে কৈলাশ এগিয়ে। এই অবস্থার মাঝে কৈলাশের এখন যেতেও কাটে, আসতেও          কাটছে। যিনি দলের চৌহদ্দির তিন ক্রোশ দূরে ছিলেন, তিনি এলেন একেবারে মাথার উপরে!

এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কৈলাশ দলের কাছে নতুন ফর্মুলা দিয়েছেন। কী সেই ফর্মুলা? দলের কাছে তিনি বলেছেন, বাংলার ভোটে মুকুল রায়ের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। তিনি তৃণমূল কংগ্রেসকে প্যাঁচে ফেলার সব কৌশল জানেন। তিনি যাতে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকেন, তাই তাঁকে বাংলার সহ-পর্যবেক্ষক করা হোক।

আসলে সহ পর্যবেক্ষক করলে মুকুল নির্বাচনে দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন পাবেন, তেমনি অন্যদিকে সহ পর্যবেক্ষক হওয়ার অর্থ তিনি কৈলাশের ডেপুটি হলেন। অর্থাৎ কৈলাশের নিচেই যে মুকুল তা বাংলার পদ দিয়ে প্রমাণ করতে পারবেন। এতে সাপও মরবে লাঠিও ভাঙবে।

প্রশ্ন হচ্ছে নাড্ডা-শিব প্রকাশরা এই আব্দার মানবেন তো! ঘটনা যেদিকে এগোচ্ছে, তাতে কৈলাশের প্রস্তাবে ঘাড় নেড়েছেন নাড্ডারা। এখন বাকিদের ছুঁয়ে নেওয়ার অপেক্ষা। অবশ্য এর মাঝে যদি কেউ ভিটো দিয়ে দেন, তাহলে অবশ্য কৈলাশের গলার কাঁটা গলাতেই রয়ে যাবে!

আরও পড়ুন- বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চায় ইরান

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...