‘বুথ জ্যাম’ করে ভোটের পরিকল্পনা নাকচ করলেন অনুব্রত

দরকার হলে বুথ জ্যাম করে ভোট করব- দলীয় কর্মীর কথা শুনেই তাঁকে থামিয়ে দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

বৃহস্পতিবার, বীরভূমের মুরার‌ই বিধানসভার হিয়াতনগরে বুথ সম্মেলন ছিল। ভোটের মার্জিন বাড়বে কি না অনুব্রত মণ্ডলের প্রশ্নের জবাবে পাইকর ২নম্বর পঞ্চায়েতের 250 নম্বর বুথের সভাপতি নীলরতন মাহারা বলেন, “দরকার হলে বুথ জ্যাম করে দেব”। এই কথা বলার পরেই তাঁকে থামিয়ে দেন মঞ্চে থাকা অনুব্রত মণ্ডল। বুথ সভাপতির বুথ জ্যাম করে ভোটের পরিকল্পনায় সহমত পোষণ করেননি তিনি।

বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে প্রায় ১ মাস ধরে বীরভূম জেলা জুড়ে বুথ ভিত্তিক কর্মিসভা করছেন তৃণমূলের জেলা সভাপতি। বৃহস্পতিবার তেমনই একটি কর্মিসভা ছিল হিয়াতনগরে।

সভায় পাইকার ২ নম্বর পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথের তৃণমূল নেতা নীলরতন মাহারাকে অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, “কী করে ভোট বাড়াবেন?” জবাবে তিনি বলেন, দরকার হলে বুথ জ্যাম করে ভোট করব।
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে থামিয়ে দেন অনুব্রত। বলেন, না না ওসব করলে হবে না।

গত কয়েক বছরে যখনই নির্বাচন হয়েছে, শাসকদলের বিরুদ্ধে রিগিং ও বুথ জ্যামের অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু তৃণমূলের জেলা সভাপতির ভূমিকায় স্পষ্ট মানুষের ভোটেই স্বচ্ছ প্রক্রিয়ায় জিততে চাইছে শাসকদল।

আরও পড়ুন- বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চায় ইরান

Previous articleবাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চায় ইরান
Next articleনিজের মান রাখতে মুকুলকে সহ-পর্যবেক্ষক চাইছেন কৈলাশ, অভিজিৎ ঘোষের কলম