Thursday, December 18, 2025

মোদির হাত দিয়ে শনিবার দরজা খুলছে বিশ্বের দীর্ঘতম “অটল রোহতঙ্ক টানেল”

Date:

Share post:

আপনি কী জানেন বিশ্বের দীর্ঘতম টানেল তৈরি করা হয়েছে ভারতে। এই টানেলটির নাম রোটাং টানেল বা অটল টানেল যেটি হিমাচল প্রদেশের মোনালি থেকে কেলং যাওয়ার জন্য তৈরি করা হয়েছে।খরচ হয়েছে ৩২০০ কোটি টাকা।
শনিবার এই টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
মূলত সেনা-পরিবহণের জন্য এই টানেলের পরিকল্পনা করা হলেও, পর্যটক এবং স্থানীয় মানুষরাও এই টানেল ব্যবহার করতে পারবেন।এই টানেলটি তৈরি হওয়ার ফলে মানালি থেকে লেহ – লাদাখ দূরত্ব কমবে প্রায় 46 কিলোমিটার। বিশ্বের দীর্ঘতম এই টানেলের নাম রাখা হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে “অটল রোহতঙ্ক টানেল”।এটি তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছে।

আরও পড়ুন- ধর্ষণই হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়ে বলছেন চিকিৎসকরা
এবার জেনে নিন এই টানেলের বৈশিষ্ট্যগুলি ।
এটি বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ সুড়ঙ্গ। টানেলটি প্রায়
৮.৮ কিলোমিটার দীর্ঘ ও একটি ১০ ​​মিটার চওড়া রাস্তার টানেল যা ১০,১৭১ ফুট উচ্চতায় নির্মিত। এই অটল রোহটঙ্ক টানেলটি রোহতংক পাসের সঙ্গে সংযোগ স্থাপন করে নির্মাণ করা হয়েছে। এই টানেল-টির মধ্য দিয়ে প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে যে কোনও যানবাহন যাতায়াত করতে পারবে।
চিনের সঙ্গে ভারতের সাম্প্রতিক দ্বন্দ্বেও এই টানেলের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ, এর মাধ্যমে চিন সীমান্ত থেকে খুব সহজেই সেনাকে সরিয়ে আনা যাবে। পাশাপাশি, এই টানেলের কারণে এখন গভীর শীতেও মানালি থেকে কেলং যেতে পারবেন পর্যটকেরা। ১৩ হাজার ৫১ ফুট উচ্চতার রোটাং পাস এবার থেকে শুধু পর্যটন কেন্দ্র হয়ে থেকে যাবে।
এই টানেলটিকে একটি বিশেষ উপায়ে তৈরি করা হয়েছে যাতে এর মধ্য দিয়ে সহজেই ৩০০০ গাড়ি এবং ১৫০০ ট্রাক এক সাথে যেতে পারে।
এই টানেলের ভিতরে আছে সিসিটিভি। যা গতি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়ক করবে। ২০০ কিলোমিটার দূরে টানেলের ভিতরে একটি ফায়ার হাইড্রেটের ব্যবস্থাও করা হয়েছে, যাতে এটি আগুন থেকে টানেলটিকে রক্ষা করতে পারে। তাছাড়া ডিআরডিও এই টানেলের নকশা তৈরিতে সহায়তা করেছে যাতে তুষার এবং তুষারপাতের ফলে এই টানেলের কোনও প্রতিকূল প্রভাব না পড়ে। এই টানেলটি হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতেও ট্রাফিক চলাচলে সহজ করবে,আর কুল্লুও লাহাল স্পিতিকে মনালির সঙ্গে যুক্ত করবে।

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...