Monday, November 10, 2025

‘গণতন্ত্রের গণধর্ষণ’, রাহুলকে সমর্থন করতে গিয়ে বিতর্কের মুখে সঞ্জয়

Date:

Share post:

রাহুল গান্ধীর উপর আক্রমণ ‘গণতন্ত্রের গণধর্ষণের’ সমান। রাহুল গান্ধীর সহ কংগ্রেস নেতাদের হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে এই মন্তব্য করে বসলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে শিবসেনা নেতার শব্দচয়ন নিয়ে।

বৃহস্পতিবার, হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতারা। কিন্তু মাঝপথে আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের বচসাও হয়। মহামারি আইন এবং ১৪৪ ধারার নাম করে কংগ্রেস নেতাদের চলে যেতে বলেন কর্তব্যরত পুলিশ অফিসাররা। কিন্তু তা শুনতে নারাজ কংগ্রেস। শুরু হয় ধস্তাধস্তি। এরপরই ধস্তাধস্তিতে পড়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের অভিযোগ, রাহুলকে ইচ্ছাকৃতভাবে কলার ধরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই।

সঞ্জয় রাউতের বক্তব্য, “মুম্বইয়ের এক অভিনেত্রীর বেআইনি নির্মাণ ভাঙা হয়েছিল বলে সবাই গর্জে উঠেছিল।” তাঁর প্রশ্ন, ” ১৯ বছরের তরুণীকে কেন ধর্ষণ করে খুন করা হলো সেই প্রশ্ন করা যাবে না?” এরপরই  রাহুল গান্ধীকে সমর্থন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, ” রাহুল গান্ধী অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। জাতীয় স্তরে তাঁর বেশ প্রভাব আছে। প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর উত্তরসূরী। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু যে আচরণ তাঁর সঙ্গে করা হয়েছে তা আসলে গণতন্ত্রের গণধর্ষণ।’’

আরও পড়ুন:স্যানিটাইজার ঢেলে পোড়ানো হয়! জেলাশাসকের মারে অজ্ঞান নির্যাতিতার কাকা!

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...