Saturday, August 23, 2025

‘গণতন্ত্রের গণধর্ষণ’, রাহুলকে সমর্থন করতে গিয়ে বিতর্কের মুখে সঞ্জয়

Date:

Share post:

রাহুল গান্ধীর উপর আক্রমণ ‘গণতন্ত্রের গণধর্ষণের’ সমান। রাহুল গান্ধীর সহ কংগ্রেস নেতাদের হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে এই মন্তব্য করে বসলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে শিবসেনা নেতার শব্দচয়ন নিয়ে।

বৃহস্পতিবার, হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতারা। কিন্তু মাঝপথে আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের বচসাও হয়। মহামারি আইন এবং ১৪৪ ধারার নাম করে কংগ্রেস নেতাদের চলে যেতে বলেন কর্তব্যরত পুলিশ অফিসাররা। কিন্তু তা শুনতে নারাজ কংগ্রেস। শুরু হয় ধস্তাধস্তি। এরপরই ধস্তাধস্তিতে পড়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের অভিযোগ, রাহুলকে ইচ্ছাকৃতভাবে কলার ধরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই।

সঞ্জয় রাউতের বক্তব্য, “মুম্বইয়ের এক অভিনেত্রীর বেআইনি নির্মাণ ভাঙা হয়েছিল বলে সবাই গর্জে উঠেছিল।” তাঁর প্রশ্ন, ” ১৯ বছরের তরুণীকে কেন ধর্ষণ করে খুন করা হলো সেই প্রশ্ন করা যাবে না?” এরপরই  রাহুল গান্ধীকে সমর্থন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, ” রাহুল গান্ধী অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। জাতীয় স্তরে তাঁর বেশ প্রভাব আছে। প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর উত্তরসূরী। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু যে আচরণ তাঁর সঙ্গে করা হয়েছে তা আসলে গণতন্ত্রের গণধর্ষণ।’’

আরও পড়ুন:স্যানিটাইজার ঢেলে পোড়ানো হয়! জেলাশাসকের মারে অজ্ঞান নির্যাতিতার কাকা!

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...