উৎসবের মরশুমে ২০০টি অতিরিক্ত ট্রেন চালাবে রেলওয়ে। এ খবর জানান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। যদিও এখনও স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু হয়নি। তবে ধাপে ধাপে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রেলের তরফে জানানো হয়েছে, ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে চলবে এই বিশেষ ট্রেনগুলি। ২২ মার্চের পর ট্রেন পরিষেবা বন্ধ হয়। ১৫ জোড়া বিশেষ ট্রেন চালু হল ১২ মে। এরপর ১০০ জোড়া ট্রেন চালু করা হয় পয়লা জুন থেকে। ১২ অক্টোবর থেকে আরও ৮০টি ট্রেন চালু করে রেল।
প্রতিটি জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান ভি কে যাদব। স্থানীয় প্রশাসনের থেকে করোনার অবস্থা জানতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিপোর্ট এলে ঠিক করা হবে কতগুলি ট্রেন চালানো হবে।

আপাতত ২০০টি অতিরিক্ত ট্রেন চলবে। তবে, পরিস্থিতি বিচারে সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান।


ভি কে যাদব জানান, যে সব রুটে টিকিটের চাহিদা খুব বেশি, সেখানে ক্লোন ট্রেন চালানো হচ্ছে। সেই ট্রেনে প্রায় ৬০ শতাংশ আসন ভরে যাচ্ছে। খুব বড় ওয়েটিং লিস্ট থাকলে সেখানে ক্লোন ট্রেন চালানো হয়।

আরও পড়ুন- চাপে পড়ে পুলিশ সুপার সহ পাঁচজনকে সাসপেন্ড যোগী প্রশাসনের
