Saturday, January 10, 2026

হাথরাসে ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ, অভিযোগ, মদত শাসকদলের

Date:

Share post:

‘স্পনসর্ড-বিক্ষোভ’ ?

এমন ছবি ভারতবর্ষ আগে দেখেনি৷ উত্তরপ্রদেশের বিজেপি সরকারের সৌজন্যে এবার তাও দেখা গেলো৷ ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ দেখলো গোটা দেশ।

হাথরাস-কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল৷ দলিত এক তরুণীর দুর্ভাগ্যজনক পরিনতির প্রতিবাদে দেশজুড়ে চলছে প্রতিবাদ৷ সেই সময়, ওই নির্যাতিতার গ্রামের কাছেই চার উচ্চবর্ণের ধর্ষকের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন ঠাকুর সম্প্রদায়ের। স্থানীয় মানুষের অভিযোগ, উত্তর প্রদেশের শাসক দলের মদতে এই বিক্ষোভ হয়েছে৷ চার ধর্ষকের “ন্যায় বিচার” চেয়ে এই বিক্ষোভ বর্তমান বিজেপি-শাসিত উত্তর প্রদেশের প্রকৃত চিত্রই তুলে ধরেছে বলে মতপ্রকাশ করেছে রাজনৈতিক মহল৷ ধর্ষকদের সমর্থনে বিক্ষোভকারীদের দাবি,”ঠাকুর সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ নেই, তাও তাঁদের আটকে রাখা হয়েছে।”
আর এক বিক্ষোভকারী বলেছেন, “এই নিয়ে আলোচনার জন্য মহাপঞ্চায়েত ডাকা হোক৷ মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের উল্লেখ নেই। ঠাকুরদের অকারণ টার্গেট করা হচ্ছে৷ ” গণধর্ষণে অভিযুক্তদের সমর্থনে এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন হাথরাস সংলগ্ন গ্রামের বাসিন্দারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলতে দেওয়ার পর তা সরিয়ে দেয় পুলিশ ৷

গণধর্ষণ ও দলিত তরুণীর মৃত্যুর ঘটনার পর প্রথমে জেদ দেখালেও পরে দেশজুড়ে প্রতিবাদের চাপে ওই রাজ্যের সরকার হাথরাস-কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিয়েছে৷

আরও পড়ুন-নিহত নির্যাতিতার ভিডিও পোস্ট করেও বিজেপির আইটি সেল প্রধান ‘আইনের ঊর্ধ্বে’!

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...