Tuesday, November 4, 2025

‘নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না’, শাখরুখের উদ্দেশ্যে মন্তব্য সায়নীর

Date:

Share post:

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের এক দলিত কন্যাকে গণধর্ষণের খবর সামনে এসেছে। ধর্ষকদের ওপর তো বটেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়ছে গোটা দেশ। তাদের বিরুদ্ধে উঠেছে রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে দেহ জ্বালিয়ে দেওয়া, নির্যাতিতার পরিবারকে পুলিশি গার্ড দিয়ে ভয় দেখিয়ে ঘরে বন্দি করে রাখার মতো অভিযোগ। শুধু হাথরাস নয়, এরপর একে একে উত্তরপ্রদেশে আরও বিভিন্ন জায়গায় ঘটেছে গণধর্ষণের মত ঘটনা, যার অধিকাংশই দলিত কন্যা ও নাবালিকা।

পরপর এমন ঘটনা ঘুম উড়িয়ে দিয়েছে সারা দেশের। সাধারন মানুষের পাশাপাশি ধিক্কার জানিয়েছেন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন সহ অনেক তারকাই। তবে এত কিছুর পরেও একদম চুপ বলিউডের বাদশা। শুধু তাই নয়, সুশান্ত মৃত্যু থেকে মাদককাণ্ড কোনওকিছু নিয়েই মুখ খুলতে দেখা যায়নি কিং খানকে। এমন পরিস্থিতিতে কেন চুপ তিনি, তা নিয়েই এবার প্রশ্ন তুললেন অভিনেত্রী সায়নী গুপ্তা।

সম্প্রতি গান্ধী জয়ন্তীতে একটি টুইট করেছিলেন শাহরুখ খান। তিনি তাতে লেখেন, “এই গান্ধী জয়ন্তীতে আমরা আমাদের সন্তানদের খারাপ কিছু না শোনার, না দেখার এবং না বলার শিক্ষা দেবো।”

শাহরুখের এই টুইটের পরই তাঁকে উদ্দেশ্য করে পাল্টা টুইট করেন সায়নী। লেখেন, “আপনি মুখ খুলুন। ঠিক কথাটা বলুন। গান্ধীজি আমাদের শিখিয়েছিলেন, নিপীড়িত, শোষিত এবং আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে। নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।”

প্রসঙ্গত, বরাবরই পিঠ বাঁচিয়ে চলতে পছন্দ করেন কিং খান। এখনও পর্যন্ত দেশ বা বিদেশের কোনও বিতর্কিত বিষয় নিয়েই তাঁকে মুখ খুলতে দেখা যায়নি। স্বভাবতই উত্তরপ্রদেশে পরপর ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে তিনি চুপই ছিলেন। এই কারণেই বলিউডের বাদশাকে একপ্রকার ভীতু বলেই তোপ দাগলেন অভিনেত্রী সায়নী গুপ্তা। তাঁর কথায়, শাহরুখ অন্যায়ের বিরুদ্ধে গলা ওঠানোর সাহস রাখেন না। তিনি নীরব দর্শক!

সাধারণত, বি-টাউনে কিং খানের বিরুদ্ধে মুখ খুলতে কাউকে দেখা যায় না। তবে সায়নী উল্টোটাই করলেন। যদিও শাহরুখ এখনও সায়নীর মন্তব্যের কোনও জবাব দেননি। তবে তিনি তবে তিনি আদৌ জবাব দেন কিনা এখন সেটাই দেখার। শাহরুখের সঙ্গে ২০১৬ সালে ফ্যান ছবিতে অভিনয় করেছিলেন সায়নী গুপ্তা।

আরও পড়ুন : ফের হাথরাসে নির্যাতিতার বাড়িতে সিট

সায়নির মত অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তবে কি শাসক দলের মন পেতেই এসব বিষয় থেকে দূরত্ব বজায় রাখেন অভিনেতা? তিনি কি সত্যিই নিজের আখের গোছাতেই ‘সেফ সাইডে’ থাকতে চান?

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...