ফের হাথরাসে নির্যাতিতার বাড়িতে সিট

রবিবার সকালে ফের হাথরাসে নির্যাতিতার বাড়িতে গেল সিট। জানা গিয়েছে, এদিন নির্যাতিতার বাবা, মায়ের বয়ান নেবে তারা। এর আগে শুক্রবার এবং শনিবার সিটের আধিকারিকরা গিয়েছিলেন হাথরাসে। সূত্রের খবর, এদিন বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছে নির্যাতিতার পরিবার। এদিকে চাপের মুখে পড়ে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিনই ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ গিয়েছেন হাথরাসে।

যোগী আদিত্যনাথের সিবিআই তদন্তের আবেদন অবশ্য রাজনৈতিক কৌশল বলেই মত অনেকের। কারণ ঘটনার প্রথমদিন থেকেই উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা ঢাকা দিতে এই কৌশল বলেই মনে করছেন রাজনীতিবিদরা। তাই হাথরসকাণ্ডে ধর্ষণ ও নির্যাতিতার মৃত্যুর তদন্তে রাজ্য পুলিশ দিয়ে তৈরি সিট নয়,  সিবিআই করুক এটাই চাইছেন যোগী। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর দফতর।

আরও পড়ুন:প্রিয়াঙ্কার কুর্তা ধরে টান যোগীর পুলিশের, সমালোচনায় সরব বিরোধীরা

Previous articleমহিলা নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে বাম-কং বিক্ষোভ
Next articleযোগীর রাজ্যে পুলিশি জুলুমের ‘সোজা বাংলায়’ প্রতিবাদ প্রতিমার