মহিলা নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে বাম-কং বিক্ষোভ

এবার বাম-কংগ্রেস যৌথ মিছিল ৬ অক্টোবর, মঙ্গলবার দুপুরে। যৌথ প্রেস বিবৃতিতে বিমান বসু এবং আব্দুল মান্নান এই যৌথ কর্মসূচির কথা জানিয়েদিলেন। মঙ্গলবার এর এই কর্মসূচি সারা রাজ্য জুড়ে হবে।

বাম-কংগ্রেস ছাত্র-যুবরা হাথরাস কাণ্ডের প্রতিবাদে মিছিল করেছিল শনিবার সন্ধেয়। এবার বাম-কংগ্রেস যৌথ মিছিল ৬ অক্টোবর, মঙ্গলবার দুপুরে।

যৌথ প্রেস বিবৃতিতে বিমান বসু এবং আব্দুল মান্নান এই যৌথ কর্মসূচির কথা জানিয়েদিলেন। মঙ্গলবার এর এই কর্মসূচি সারা রাজ্য জুড়ে হবে। জেলায় জেলায় বাম-কংগ্রেস বিক্ষোভ এবং মিছিল হবে আর কলকাতায় লেনিন সরণি থেকে শুরু করে পার্ক স্ট্রিট হয়ে পার্ক সার্কাস পর্যন্ত মহামিছিল যাবে। সেখানেই হবে সভা। দেশ এবং রাজ্যজুড়ে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ এবং তা বন্ধের দাবি নিয়ে রাস্তায় নামছে বাম-কংগ্রেস। যৌথ বিবৃতিতে বলা হয়েছে,এই সামাজিক ব্যধি বন্ধ করতে সরকারের ইতিবাচক ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার কেউই এ ব্যাপারে উদ্যোগী নয়।

আরও পড়ুন-দিলীপের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিকে কেন্দ্র করে সাতসকালে তুমুল উত্তেজনা তমলুকে

Previous articleফের নাশকতার ছক! বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
Next articleফের হাথরাসে নির্যাতিতার বাড়িতে সিট