Sunday, May 4, 2025

হাথরাস,গোর্খাল্যাণ্ডের উত্তাপের মাঝে নজরহীন আনাজের বাজারেও আগুন

Date:

Share post:

আলু (জ্যোতি) – ৩৪-৩৬
আলু (চন্দ্রমুখী) – ৩৮-৪০
পেঁয়াজ – ৫৫- ৬০
টোম্যাটো – ৬০-৭০
আদা – ৬০-৮০
কাঁচালঙ্কা – ২০০
পটল – ৮০
বেগুন – ৮০
গাজর – ৮০
ধনেপাতা – ২৫০
সজনে ডাঁটা – ১৫০

কৃষিবিধি, হাথরাস, বিহার ভোট বা গোর্খাল্যাণ্ড বৈঠক নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই নজরহীন কলকাতার বাজারে আনাজের দাম এই রকমই আকাশছোঁয়া এবং এই বিষয়ে সরকার বা বিরোধী দলগুলি একটি শব্দও খরচ করছে না৷ কথার কথা নয়, সত্যিই হররোজ বেড়েই চলেছে আনাজের দাম।
রাজ্য সরকার বেশ কিছুদিন আগে আলুর দাম নিয়ে ফতোয়া জারি করেছিলো৷ তারপর সরকার খোঁজও নেয়নি বাজারে কী দামে বিক্রি হচ্ছে আলু, প্রশাসনের নির্দেশ কতখানি মানছে কলকাতার বাজার৷ রাজ্যের একটি না’কি টাস্ক-ফোর্স আছে, আনাজ ইত্যাদির দাম দেখা এই ফোর্সের অন্যতম কাজ৷ এই টাস্ক-ফোর্সের দেখা মেলে স্রেফ সংবাদমাধ্যমে৷ অকর্মণ্য কিছু লোকজনকে এই ফোর্সে সাজিয়ে রেখে রাজ্যের বা নাগরিকদের কোন উপকার হচ্ছে ? দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে, আলোচনা বাড়লে প্রশাসনের রুটিন বিজ্ঞপ্তি আর সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে আগে থেকে সাজানো বাজারে ইবি-র ‘হানা’৷ এইখানেই শেষ সরকারের তৎপরতা৷ আনাজের দাম ওদিকে বেড়েই চলেছে৷

আরও পড়ুন- ওয়াটসন-ডু’প্লেসির ওপেনিং জুটিতেই উড়ে গেল পঞ্জাব!

প্রতিদিন দরকার যে আলু-পেঁয়াজ, তার দাম আকাশছোঁয়া। পুজোর বাকি ক’দিন, খুব সামান্য হলেও ছেলেমেয়ের জন্য কিছু কেনাকাটা আছেই, তার মাঝেই মধ্যবিত্তের পকেট কাটছে মাছ- আনাজের দাম৷

আলুর দাম কিছুতেই মধ্যবিত্তের নাগালের মধ্যে আসছে না৷ জ্যোতি আলুর দাম টাকা প্রতি কেজি ৩৪-৩৬, চন্দ্রমুখী ৩৮-৪০ টাকা৷ পেঁয়াজের দর এখন কেজিপ্রতি পেঁয়াজ ৫০-৬০ টাকা৷ বিক্রেতারা বলছেন, দু’-এক দিনের মধ্যে এটা ৭০ টাকায় পৌঁছবে। বছরের শেষের দিকে ১০০ টাকায় যাবে৷
বেগুন,পটল ৮০ টাকা কেজি। কাঁচালঙ্কার দাম কেজি প্রতি ২০০-২২০ টাকা। এমনকী কুমড়োর দাম প্রতি কেজি ৫০-৬০ টাকা।
ওদিকে, ডিমের দাম কত ? লকডাউনের সময় একজোড়া পাওয়া গিয়েছিলো ১০ টাকায়, এখন একজোড়ার দাম
১৩-১৪ টাকা। প্রতিটি আনাজের দাম আলাদা করে উল্লেখ করা সম্ভব নয়৷ যারা বাজার করেন, তাঁরা জানেন এবং বোঝেন কোন ভয়ঙ্কর দিকে যাচ্ছে দরদাম৷

সরকারি নজরদারির অভাবে দুটো ডাল-ভাত-আলুসেদ্ধ খাওয়ায় যেন বিলাসিতার স্তরে চলে যাচ্ছে৷

spot_img
spot_img

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...