Sunday, January 11, 2026

আবার মহাকাশে পৌঁছল ‘কল্পনা চাওলা’

Date:

Share post:

প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা নভোশ্চর হিসেবে কল্পনা চাওলা শুধু ভারতেই নয়, নাসাতেও সমান সম্মানিত। নাসা, ওয়াল্পস ফ্লাইট পরিষেবা থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে একটি নর্থরোপ গ্রুম্যান সিগনাস মহাকাশযান লঞ্চ করেছে। এই মহাকাশযানটির নাম রাখা হয়েছে কল্পনা চাওলার নামে। তাঁর স্মৃতিতেই তাঁরই নামাঙ্কিত ক্যাপসুল পৌঁছল আন্তর্জাতিক স্পেস স্টেশনে। মহাকাশযানটি সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে।

‘এসএস কল্পনা চাওলা’- এই নামেই তাদের আগামী ‘সিগনাস ক্যাপসুলটির’ তৈরি করেছে মহাকাশ ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নর্থরপ গ্রাম্মান। বৃহস্পতিবার সকালে ভার্জিনিয়ার মিড- অতলান্তিক রিজিওলান স্পেসপোর্ট থেকে স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে সেটি। নাসার মহাকাশচারী কল্পনা চাওলা নামাঙ্কিত সিগনাস মহাকাশটি আন্তর্জাতিক স্পেস স্টেশনের জন্য প্রচুর পণ্য ও অন্যান্য রসদ বহন করছে।

নাসা সূত্রে খবর, মার্কিন এই রকেটটি ১২১৭ কেজি পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম, যাতে রয়েছে বায়োলজিক ড্রাগ, মহাকাশচারীদের জন্য কমপ্যাক্ট টয়লেট, ভবিষতে মহাকাশে চাষ করা যায় কিনা তা পরীক্ষার সরঞ্জাম, ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল রিয়ালিটি ক্যামেরা-সহ ব্যক্তিগত সামগ্রী, ৮৫০ কেজি ক্রু-সরঞ্জাম নিয়ে পৌঁছবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। নাসা স্পেসফ্লাইট ওয়েবসাইট থেকে জানা গিয়েছে NG-14 Cygnus মিশনে রকেটটি স্পেশ স্টেশনের ১০ মিটার নীচে ডক করবে। এরপর মহাকাশচারীরা রোবোটিক আর্মের মাধ্যমে এটিকে স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত করবেন। এস এস কল্পনা চাওলা নামের এই মহাকাশযানটি এনজি-১৪ মিশন স্টেশনে প্রায় ৩,৬৩০ কিলোগ্রাম পণ্য বয়ে নিয়ে গিয়েছে বলে জানিয়েছে নাসা।

আরও  পড়ুন-মহাকাশ কেন্দ্রে বসেই এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মার্কিন নাগরিকদের

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...