Sunday, January 11, 2026

মনীশ খুনে অর্জুনের অভিযোগ ফুৎকারে ওড়ালেন তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

ছেলের খুনের ঘটনায় টিটাগড় থানায় এফআইআর দায়ের করেছেন মণীশের বাবা চন্দ্রমণি শুক্লা। এফআইআরে মোট সাত জনের নামে অভিযোগ করেছেন মণীশের বাবা। তার মধ্যে দু’জন টিটাগড় ও ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল নেতা। টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাসের নাম রয়েছে এফআইআরে। যদিও তাঁরা পুরো বিষয়টি রাজনৈতিক চক্রান্ত ও দৃষ্টিভঙ্গি ঘোরানোর চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন ।
এরই পাশাপাশি,
মণীশ শুক্লা খুনে ধৃত মহম্মদ খুররমের রাজনৈতিক সংযোগ আছে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার , এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ।এমনকি তিনি অভিযোগ করেন,ঘটনার দিন ভবানীভবন থেকে তাদের লোকেশনট্র্যাক করা হচ্ছিল।
তিনি মঙ্গলবারও দাবি করেন, মণীশ শুক্লার খুন শাসকদল ও পুলিশের যৌথ ‘অপারেশন’।
খুররমের সঙ্গে তৃণমূলের নেতাদের ছবি দেখিয়ে অর্জুন সিং এই দাবি করেছেন । ওই অভিযোগে অর্জুন সিং তৃণমূলের মদন মিত্র, ব্রাত্য বসু, নির্মল ঘোষের সঙ্গে ছবি দেখিয়ে এই দাবি করেছেন ।
তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ ধর্তব্যের মধ্যে আনতে চাননি।
ব্রাত্য বসু এই অভিযোগ সম্পর্কে স্পষ্ট জানিয়েছেন, অর্জুনের অভিযোগের কোনও জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না ।
পানিহাটির বিধায়ক তথা পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক নির্মল ঘোষ জানিয়েছেন, আমি দলের পদে আছি। তাই দলের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। কে আমার সঙ্গে ছবি তুলছেন মনে রাখা সম্ভব নয়। তাই এই ছবি দিয়ে কিছুই প্রমাণ হয় না। মদন মিত্র বলেছেন, জনপ্রতিনিধিদের সঙ্গে অনেকেই ছবি তোলেন। তার অর্থ এই নয় যে ওই জনপ্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ আছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে এমন মন্তব্য অনেকেই করেন।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...