মমতাকে কু-ইঙ্গিতের অভিযোগ, ধনকড়ের বিরুদ্ধে নালিশ কমিশনে

রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল রাজ্য মহিলা কমিশনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন ইঙ্গিতপূর্ণ ট্যুইট করার জন্য এই অভিযোগ জমা দিয়েছেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়কে তিনি লিখেছেন, রাজ্যপালের কাছ থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম যৌন ইঙ্গিতপূর্ণ কুৎসিত উক্তি প্রত্যাশিত নয়। সুস্মিতা বন্দ্যোপাধ্যায় নামে ওই অভিযোগকারিণী বলেছেন, এতে বাংলার সংস্কৃতি নষ্ট হয়েছে। মহিলা কমিশনের কাছে, সুস্মিতার দাবি, রাজ্যপালকে অবিলম্বে পাবলিক ফোরাম থেকে এই মন্তব্য প্রত্যাহার করতে হবে। মহিলা কমিশন সূত্রে খবর তারা অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে যা যা করণীয় তা করছেন। যোগাযোগ করা হলে সুস্মিতা বলেন, “আমি রাজনীতি করি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ভাল লাগে। আমি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে টানাপোড়েন লক্ষ্য করেছি। কিন্তু একজন মহিলাকে রাজ্যপাল যে ভাষায় কুরুচিকর ইঙ্গিতে ট্যুইট করলেন, তা আমি নিজে একজন মহিলা হিসাবে প্রতিবাদ না করে পারলাম না।”

আরও পড়ুন-কনক দুর্গা মন্দিরের সংস্কারে দু’কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন মন্দির