বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ পি কে বন্দ্যোপাধ্যায় প্রয়াত হলেন। বয়স 67. বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে বিধাননগরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেলেন স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে। তাঁর পুত্র প্রিয়দীপ এবং পুত্রবধূ, দুজনেই দন্তরোগ বিশেষজ্ঞ। প্রয়াত ডাঃ প্রণব বন্দ্যোপাধ্যায় ছিলেন দারুণ জনপ্রিয়। বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিজের বাড়ি থেকে সুকিয়া স্ট্রিট, বহু জায়গায় রোগী দেখতেন। আধুনিক পদ্ধতিতে দাঁতের চিকিৎসা করতেন তিনি। মৃত্যুর খবরে সংশ্লিষ্টমহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন- এসব মেয়েদের দেহ তো ক্ষেতেই পাওয়া যাবে! জঘন্য মন্তব্য বিজেপি নেতার
