বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে, সাফ কথা ববি হাকিমের

ফাইল চিত্র

বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে। এই সন্ত্রাসের রাজনীতি বাংলার বুকে চলবে না। আর সেটা বন্ধ করতে পুলিশের যা যা করা উচিত তা করবে বলেই আমার ধারণা। বিজেপির নবান্ন অভিযান প্রসঙ্গে বললেন মন্ত্রী ও কলকাতা পুরসভার প্রশাসক ববি হাকিম।

ববি হাকিম বলেন, রাজনৈতিক দল মিছিল করবে সভা করবে। কিন্তু যদি পাথর ছোড়ে, হামলা করে, আগ্নেয়াস্ত্র কর্মীদের হাত থেকে পাওয়া যায়, তাহলে পরিষ্কার হয়ে যায় আসল উদ্দেশ্য প্রতিবাদ জানানো নয়, স্বাভাবিক অবস্থাকে ব্যতিব্যস্ত করা। শান্তিতে থাকা রাজ্যবাসীর জীবন বিঘ্নিত করার চেষ্টা। ফলে পুলিশও তার কাজ করেছে।

আরও পড়ুন-বিজেপির মিছিলে কোথায় মোদির ‘দো গজ কি দুরি’!