Sunday, November 9, 2025

হাসপাতালেই প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউ চলছে লালুপ্রসাদের, তুমুল বিতর্ক

Date:

Share post:

দীর্ঘদিন পর এই প্রথম ভোট ময়দানে নেই তিনি৷
পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ প্রমানিত হওয়ায় এই মুহুর্তে জেলবন্দি তিনি৷ কিন্তু এতেও রোখা যায়নি তাঁকে৷

জেল হাসপাতালে বসেই আসন্ন বিধানসভা নির্বাচনের দলের ঘুঁটি সাজাচ্ছেন বিহারের এক সময়ের ‘মসিহা’ লালুপ্রসাদ যাদব। এই মুহুর্তে রাঁচির রিমস হাসপাতালে ভর্তি তিনি। সেখানেই, তাঁর দল RJD-র প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছেন লালু৷

বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই নড়াচড়া শুরু হয়েছে। সূত্রের খবর, বিহার নির্বাচনে প্রার্থী হতে চেয়ে শুধুমাত্র লালুর কাছে প্রায় ৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে। সেসব ঝাড়াই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি করছেন তিনি। তার ভিত্তিতেই গত বুধবার RJD প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে ৪২ জনের নাম রয়েছে। বিহার নির্বাচনে JDU-বিজেপি জোটকে টেক্কা দিতে কংগ্রেস ও বামেদের সঙ্গে এবার RJD হাত মিলিয়েছে৷ রাজনৈতিক মহলের অভিমত, ছেলে তেজস্বী যাদব দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু, রিমোট আছে সেই লালুর হাতেই। তাই জোট থেকে প্রার্থী নির্বাচন, সবই চলছে তাঁর নির্দেশেই।

এদিকে জেলে বসেই লালুর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার বিষয়টি সামনে আসতেই সরব বিরোধীরা। তাঁদের প্রশ্ন, একজন বন্দি কীভাবে মোবাইল ফোন ব্যবহার করছেন বা এ ধরনের ইন্টারভিউ নিচ্ছেন? অভিযোগ, লালু ঝাড়খণ্ডের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই রাজ্যে সরকারে রয়েছে JMM-কংগ্রেস জোট। বিহারেও লালুর দল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভায় লড়ছে। তাই লালুকে সুবিধা দেওয়া হচ্ছে আইনের তোয়াক্কা না করেই৷ গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসও।

এদিকে জানা গিয়েছে, সীতামারি জেলার সোনবর্সা ব্লকের রাজসিংঘহিনী পঞ্চায়েতের প্রধান রিতু জয়সওয়ালকে RJD তুরুপের তাস করেছে। পঞ্চায়েত প্রধান হিসেবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন রিতু জয়সওয়াল। এবারের ভোটে এক IAS আধিকারিকের এই স্ত্রীকে টিকিট দিচ্ছে লালুর দল।

অন্যদিকে, ভোটের টিকিট দেওয়া নিয়ে গোষ্ঠী কোন্দলে নাজেহাল বিজেপি। টিকিট না পেয়ে অনেকেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাঁদের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল। তিনি বলেছেন, ১২ তারিখের মধ্যে সমস্ত মনোমালিন্য মিটিয়ে ফিরে আসুন। না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই টিকিট না পেয়ে ‘নির্দল’ হিসেবে লড়ার কথা ঘোষণা করে দিয়েছেন বিজেপি নেত্রী সঙ্গীতা সিং। একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন জেডিইউ নেতা নীরজ ঝা-ও। মোটের উপর, শাসক দুই দলের কলহের ফলে প্রাথী বাছাইয়ে কিছুটা এগিয়েই আছে RJD- কংগ্রেস।

আরও পড়ুন:রাজস্থানের পর এবার যোগীরাজ্য, গুলিবিদ্ধ পুরোহিত

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...