Thursday, November 6, 2025

বিজেপিতে যোগ দিলেন তিন তালাকের বিরুদ্ধে প্রথম মামলাকারী সায়রা বানু

Date:

Share post:

বলা যেতে পারে তার দৌলতেই তিন তালাকের ভয়াবহ কালিমা থেকে মুক্ত হয়েছে ভারত। তিনিই প্রথম মহিলা যিনি মুসলিম সমাজের এই কুপ্রথার বিরুদ্ধে সরব হয়ে শীর্ষ আদালতে প্রথম মামলা দায়ের করেন। পরে শীর্ষ আদালতে মামলা জয় তো বটেই। তিন তালাকের মতো ন্যক্কারজনক ঘটনাকে বন্ধ করতে আইন আনে সরকার। প্রতিবাদী সেই মহিলা সায়রা বানু এবার যোগ দিলেন বিজেপিতে।

উত্তরাখণ্ডের কাশীপুরের সায়রা বানুর লড়াইয়ের পর তিন তালাক আইনে পরিণত হওয়ার পর থেকেই তার বিজেপি যোগের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। ২০১৮ সালে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল দল। আয়োজন করা হয় অভ্যর্থনা অনুষ্ঠানের। যদিও শেষ পর্যন্ত তখন বিজেপিতে তিনি যোগ দেননি। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের পর সায়রা বানুকে বিজেপিতে স্বাগত জানানোর জন্য পুরোদমে আয়োজন শুরু করে দেয় দেরাদুনের বিজেপি কর্তৃপক্ষ। এরপর গত ১০ অক্টোবর উত্তরাখণ্ড বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে সায়রা বানু এদিন বলেন, ‘আমি বিজেপির নীতি ও আদর্শে প্রভাবিত হয়েছি। এই দলের নীতি দেশ ও দেশবাসীর উন্নতির জন্য আদর্শ। দল আমাকে যা দায়িত্ব দেবে আমি নিষ্ঠাভরে তা পালন করব।’ একই সঙ্গে বিজেপির হয়ে নির্বাচনে লড়ার কথাও এদিন জানান তিনি।

আরও পড়ুন: অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্ণব গোস্বামীকে, নেটিজেনদের দাবিতে ভরে উঠল টুইটার

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের নানান সামাজিক কাজে যুক্ত থাকার কারণে সায়রা বানুর পরিচিতি ব্যাপক। পাশাপাশি তিন তালাকের বিরুদ্ধে লড়াকু মহিলা হিসেবে গোটা দেশে তার খ্যাতি রয়েছে। উত্তরাখণ্ড রাজনীতিতে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে বিজেপির জন্য অন্যতম তুরুপের তাস হয়ে উঠবে এই সায়রা বানু এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের কাশীপুরের সায়রা বানু ২০১৬ সালে তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রথম জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সুপ্রিম কোর্ট সেই মামলার রায়ে জানায় তিন তালাক অসাংবিধানিক। এরপরই কেন্দ্রীয় সরকার তিন তালাকের বিরুদ্ধে আইন প্রণয়ন করে। পাশাপাশি মুসলিম সমাজে বহুবিবাহ প্রথা বিরুদ্ধেও মামলা দায়ের করেছিলেন তিনি।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...