Tuesday, November 11, 2025

হুগলি তৃণমূলের সম্মেলনে সভাপতি ও বিরোধী গোষ্ঠীর তুমুল দ্বন্দ্ব

Date:

Share post:

রাজ্যে বিধানসভা ভোট কয়েক মাসের মধ্যেই৷ দলের তরফে চেষ্টা চলছে সব বিরোধের নিষ্পত্তি করে ঐক্যবদ্ধ চেহারায় সংগঠনকে ময়দানে নামাতে৷ ঠিক তখনই প্রকাশ্যে এসেছে তৃণমূলের হুগলি জেলার সভাপতিকে নিয়ে দলের অন্দরের তীব্র অসন্তোষ৷ অসন্তোষের জেরে দু’গোষ্ঠীতে মাত্রাছাড়া কোন্দল প্রকাশ্যে চলে এসেছে৷

রবিবার তৃণমূলের হুগলি জেলা সম্মেলনে নাম না করে জেলা সভাপতির বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন দলের নেতা ও বিধায়করা৷ উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, সপ্তগ্রামে মন্ত্রী তপন দাশগুপ্ত ও চুঁচুড়ায় অসিত মজুমদার সম্মেলন করেন। উত্তরপাড়ার সম্মেলন মূলত জেলা সভাপতির বিরোধী গোষ্ঠীর সমাবেশ মঞ্চ হয়ে উঠেছিল। প্রবীর ঘোষাল তো বটেই, প্রাক্তণ মন্ত্রী বেচারাম মান্না, অসীমা পাত্রের মতো জেলা সভাপতি দিলীপ যাদবের বিরোধী নেতারা নাম না করে একের পর এক তোপ দাগেন। দিলীপবাবু সবক’টি সম্মেলনেই উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, কে কী বলেছেন, তা নিয়ে এখন ভাবার প্রশ্ন নেই। সততার সঙ্গে দলকে শক্তিশালী করছি।

এদিন উত্তরপাড়ার সভায় বেচারাম মান্না বলেছেন, “পার্টির মাধ্যমে কেউ কেউ করেকম্মে খেয়ে কর্মীদের গুরুত্বই দিচ্ছেন না। এই কর্মীরাই একদিন তাঁকে ঘাড় ধরে বের করে দেবেন। দলের অন্দরে দলবিরোধী কাজ হচ্ছে দলের কিছু নেতাদের প্রশ্রয়ে”। বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, “কিছু মুখ মানুষের কাছে পচে গিয়েছে। পচা মুখের বদল না ঘটালে দলের উন্নতি হবে না”।
তৃণমূল নেতৃত্ব কিছুদিন আগে জেলা সভাপতি হিসেবে দিলীপ যাদবকে দায়িত্ব দেয়। তখন থেকেই দলের মধ্যে কোন্দল শুরু হয়েছে। দলের একাধিক শীর্ষনেতার বক্তব্য, এই কোন্দলে দলের ক্ষতি হচ্ছে৷ ভোটের মুখে এরা সবাই মানুষের কাছে অপ্রিয় হচ্ছে। দলের ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন-অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাতিল পূর্বনির্ধারিত সমস্ত কর্মসূচি

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...