চিৎপুরের প্লাস্টিকের কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

শহরে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। এবার চিৎপুরের ১০ নং নয়াপট্টি এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় দমকলের ১০টি ইঞ্জিন। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে, তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার দুপুরে হঠাৎই এলাকার বাসিন্দারা কালো ধোঁয়া দেখতে পান। সঙ্গে প্লাস্টিক পোড়ার গন্ধ। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে তা এখনও পরিস্কার নয়।

এদিকে, কারখানাটি একটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় এবং দাহ্য পদার্থ ভর্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে।সেই আশঙ্কায় পুলিশ আশপাশের এলাকা খালি করে দেয়।

Previous articleহুগলি তৃণমূলের সম্মেলনে সভাপতি ও বিরোধী গোষ্ঠীর তুমুল দ্বন্দ্ব
Next articleজোট প্রসঙ্গে অধীর চৌধুরি এখনও কথা না বলায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বামেরা