Friday, December 19, 2025

একরত্তিকে কোলে নিয়েই কাজে যোগ আইএএস অফিসারের, কুর্নিশ দেশবাসীর 

Date:

Share post:

একদিকে মাতৃত্ব, অন্যদিকে কর্তব্যপরায়ণতা। করোনা পরিস্থিতিতেই সন্তানের জন্ম দিয়েছেন আইএএস অফিসার। আবার মহামারি পরিস্থিতিতে দায়িত্বও কম নয়। কোনও কাজেই ফাঁকি দিতে রাজি নন তিনি। তাই অভিনব সিদ্ধান্ত নিলেন আইএএস মা। ১৪ দিনে শিশুকে কোলে নিয়ে কাজে যোগ দিলেন গাজিয়াবাদের মোদিনগরেরর আইএএস অফিসার সৌম্যা পান্ডে।

সন্তানকে কোলে নিয়ে সৌম্যার কাজ করার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। সেই ছবি ভাইরাল হতেই প্রশংসার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সৌম্যা তাঁর দুধের শিশুকে কোলে নিয়ে সরকারি অফিসে কাজ করছেন। ২৬ বছরের সৌম্যা শিক্ষাজীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক-এ গোল্ড মেডেল পেয়েছিলেন। ২০১৭ সালের ব্যাচের সৌম্যা আইএএস-এর পরীক্ষায় সেরা দশের মধ্যে ছিলেন। বর্তমানে মোদিনগর উপজেলা আধিকারিক পদে দায়িত্ব সামলাচ্ছেন সৌম্য পান্ডে।

সরকারি কর্মী মানেই কাজে ফাঁকি দেওয়া, এই ধারণাকে কার্যত মুছে দিলেন সৌম্যা। নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। সৌম্যা প্রমাণ করলেন সুযোগ নেওয়ার পাশাপাশি বাড়তি দায়িত্বও নিতে হয় সরকারি কর্মীদের। সৌম্যা দেখিয়ে দিয়েছেন, মাতৃত্বের সঙ্গে পেশাদারিত্বের কোনও বিরোধ নেই। চাইলে যে কেউ এই দুই দায়িত্ব একসঙ্গে সামলাতে পারবেন। ১৪ দিনে সন্তানকে নিয়ে দফতরে কাজ করাই নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত কাজ করেছেন তিনি। ১৭ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এরপর ১ অক্টোবর কাজে যোগ দেন সৌম্যা। প্রশংসার ঝড় বয়ে গেলেও তাতে কর্ণপাত করছেন না তরুণী। বরং তাঁর মতে, তিনি জাপানের উদাহরণ দিয়ে বলেন, সে দেশের মহিলারা ডেলিভারির পরেই কাজে যোগ দেন। মা ও বাচ্চা সুস্থ থাকলে এটায় কোনও ভুল নেই।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে সদ্যোজাত সন্তানকে নিয়ে পার্লামেন্টে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। অধিবেশনের মাঝেই স্তন্যপানও করিয়েছিলেন তাকে। সে সময়ে ভাইরাল হয়েছিল মাতৃত্ব এবং নিজের কর্তব্য পালনের দৃষ্টান্ত। এবার দেশের মাটিতেই দৃষ্টান্ত স্থাপন করলেন সৌম্যা। দফতরে বসে যত্নে ও নিরাপত্তায় কোনও আপস করছেন না নতুন মা। প্রতিটি ফাইল স্যানিটাইজ করেন বারবার। মাস্ক ছাড়া কাউকে ঘরে ঢুকতে দেন না। দায়িত্বশীল এই নতুন মা ও তরুণ আধিকারিকের ভূমিকাকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

আরও পড়ুন:১০০ টাকার নতুন কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...