Tuesday, August 26, 2025

‘দাদার অনুগামী’-দের কর্মসূচি ঘিরে জোর বিতর্ক, উপেক্ষা করছে তৃণমূল

Date:

Share post:

কোনও রাজনৈতিক দলের নাম বা প্রতীক চিহৃ নেই৷ শুধুই লেখা ‘আমরা দাদার অনুগামী’৷ পাশে ‘দাদা’-র মুখ৷
ভোটের বছরে বাংলার রাজনৈতিক মহল এমন ফ্লেক্স দেখে খানিকটা বিস্মিত ৷ তাদের কৌতূহলি প্রশ্ন, এসব কিসের ইঙ্গিত ?

এ ধরনের ফ্লেক্স প্রথম দেখা গিয়েছিলো কাঁথি, তমলুক এলাকায়৷ তা এখন ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর,জঙ্গলমহলেও৷ রাজ্যের অন্যত্রও তাঁরা সক্রিয়। এ ধরনের ফ্লেক্স ঝুলিয়ে একের পর এক কর্মসূচিও চালাচ্ছেন ‘দাদার অনুগামী’-রা৷

তৃণমূলে কংগ্রেসকর্মী হিসেবে এলাকায় পরিচিতরা বুধবার ‘আমরা দাদার অনুগামী’ ব্যানারে সবংয়ে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করলেন৷ সঙ্গে বিশাল বাইক মিছিলও হয়েছে। কোনও দল নয়, নেতা-নেত্রী নয়, এমনকী স্লোগানেও দলের নাম উচ্চারিত হয়নি সবংয়ে৷ এই বাহিনী নিজেদের পরিচয় দিচ্ছেন, ‘আমরা দাদার অনুগামী’ বলেই৷


সবংয়ের কর্মসূচিতে অংশ নেওয়া অনুগামীদের প্রত্যেকের গলায় শুভেন্দু অধিকারির ছবি ঝুলছে, এমনই দেখা গিয়েছে৷ সেখানেও লেখা “আমরা দাদার অনুগামী”। হাতে ধরা বড় ব্যানারেও একই কথা লেখা৷ বিভিন্ন এলাকার অনুগামীরা আগেও বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছেন একইভাবে৷ বুধবার সবংয়েও রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারিকে নেতা মেনেই সামাজিক কর্মসূচির আয়োজন করেন তাঁরা৷ করোনা-আবহ তথা লকডাউনের শুরু থেকেই  সামাজিক কাজকর্মকে সামনে রেখেছেন অনুগামীরা৷ এদিনের কর্মসূচিতে তাঁরা দাবি করেছেন, সরকারি বা দলীয় সাহায্যের বাইরেও জঙ্গলমহল-সহ নানা জায়গায় শুভেন্দু অধিকারি নিজ-উদ্যোগে ত্রাণ পাঠিয়েছেন। তখন থেকেই শুভেন্দুর ছবি গলায় ঝুলিয়ে সামাজিক কর্মসূচি চলছে। দলের মধ্যে থেকেই ‘দাদার অনুগামী’-দের এ ধরনের কর্মসূচি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেনি তৃণমূল নেতৃত্ব। তবে দলীয়স্তরেই প্রশ্ন উঠেছে,দলে থাকা সত্ত্বেও দাদার অনুগামীদের এই সমান্তরাল কর্মসূচি বাড়ছে কেন এবং কীভাবে ? ওদিকে দাদার অনুগামীরা ঘোষণা করেছেন, আগামী ১৮ অক্টোবর, বেলা ৩ টায় ‘নেতাই শহিদ স্মৃতিরক্ষা কমিটি’র পরিচালনায় গৃহদান ও মহিলাদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান হবে৷ এই অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দু নন, উপস্থিত থাকবেন ‘নেতাই গ্রামবাসীর সেবক’ শুভেন্দু অধিকারি৷

আরও পড়ুন:মণীশ শুক্লা খুনে ২ পুর প্রশাসককে তলব সিআইডি-র

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...