Sunday, November 9, 2025

মাঝপথে বিকল কম্পিউটার, ‘কেবিসি’ শোতে রীতিমতো অপ্রস্তুতে অমিতাভ

Date:

Share post:

দীর্ঘ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হট সিটে বসে রয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তবে এমন ঘটনার সাক্ষী বোধহয় কখনও হতে হয়নি তাকে। সো চলাকালীন অবাধ্য কম্পিউটারের কারণে প্রতিযোগীর সামনে রীতিমতো বিড়ম্বনায় পড়তে হলো ‘বিগ-বি’কে। ‘২০০০ টাকার জন্য আপনার প্রশ্ন হল…’ এই একটি কথাই পরপর তিনবার আওড়ে গেলেন অমিতাভ। তবে তাঁর কথাকে পাত্তাই দিল না ‘কম্পিউটার জি’। এই ঘটনায় যারপরনাই বিরক্ত হয়ে শেষে কিছু না বলে হটসিটে বেশকিছুক্ষণ চুপচাপ বসেই রইলেন অমিতাভ বচ্চন।

করোনা পরিস্থিতির মাঝেই সম্প্রতি শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন১২’। অন্যান্যবারের মতই এই অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি এই অনুষ্ঠানের একটি এপিসোডে রীতিমতো অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে পড়তে হলো বাচ্চনকে। হাসি মজার ছলে একের পর এক প্রশ্ন করার পর ২০০০ টাকার প্রশ্ন এসে হোঁচট খেতে হল অমিতাভকে। অনুষ্ঠানে কম্পিউটারকে ‘কম্পিউটার জি’ বলে সম্বোধন করেন অমিতাভ বচ্চন। এপিসোড চলাকালীন একটি সময়ে কম্পিউটারকে পরের প্রশ্ন যেতে বলা হলে পুরোপুরি কাজ করে দেওয়া বন্ধ করে দেয় কম্পিউটার। এদিকে অমিতাভ বচ্চন তখনও প্রতিযোগীকে বলে চলেছেন, ‘এবার ২০০০ টাকার জন্য আপনার কাছে রইল প্রশ্ন’। একবার নয় পরপর তিনবার একই কথা বলে গেলেন বিগ বি। অথচ স্ক্রিনে তখনও প্রশ্নের কোনও নাম গন্ধ নেই। শেষমেষ হতাশ হয়ে অমিতাভ বলেন ‘কম্পিউটার জি’ আটকে গিয়েছেন। এরপর বেশ কয়েক সেকেন্ড চুপচাপ বসে থাকার পর ফের চালু হয় কম্পিউটার, শুরু হয় খেলা।

প্রসঙ্গত, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন অমিতাভ বচ্চন। এরপর কৌন বনেগা ক্রোড়পতি সিজন১২ তে সঞ্চালকের ভূমিকায় অংশ নিয়েছেন তিনি। তবে এই অনুষ্ঠান পরিচালনায় যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অমিতাভ বচ্চনের স্টাইলিস্ট প্রিয়া পাটিল। তিনি বলেন, অনুষ্ঠানের এই সিজনে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেটের পাশাপাশি আশপাশের সমস্ত কাপড় ও জিনিসপত্র স্যানিটাইজার করা হচ্ছে। অনুষ্ঠান পরিচালনার নেপথ্যে যে সমস্ত ক্র মেম্বাররা রয়েছেন তারা প্রত্যেকেই পিপিই কিট পরে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অমিতাভ বচ্চনের হাতে যে সমস্ত সামগ্রী দেওয়া হচ্ছে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে তা স্যানিটাইজার করা হচ্ছে। করোনা বিধি অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে ‘কেবিসি’র সেটে।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...