Sunday, August 24, 2025

লাদাখের তীব্র ঠান্ডায় বেসামাল লালফৌজ, বেঘোরে মারা পড়ছে চিনের জওয়ানরা

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতের লাদাখকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে উত্তেজনা জারি রয়েছে ভারত ও চিনের মধ্যে। ঘটেছে হতাহতের ঘটনাও। তবে লাদাখের খেয়ালি প্রকৃতির নিষ্ঠুরতা ভারত সামলে নিতে পারলেও চিনের জন্য ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। লাদাখের তীব্র ঠাণ্ডায় রীতিমতো কাবু হয়ে পড়েছে লালফৌজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রা সহ্য করতে না পেরে উপত্যকায় মারা পড়ছে চিনের সেনা জওয়ানরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় অসুস্থ হয়ে পড়েছেন তাদের বহু সেনা জওয়ান।

আগ্রাসন নীতি কায়েম করে বিগত কয়েক মাস ধরে উত্তর পূর্ব সীমান্তের প্যাংগং লেকের উত্তর এলাকা অধিকার করে বসে রয়েছে চিনের পিপল লিবারেশন আর্মি। তবে লাদাখের গ্রীষ্মকালীন তাপমাত্রা ও শীতকালীন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকখানি। এদিকে সিয়াচেনের হাড় কাঁপানো ঠান্ডায় বিশেষ প্রশিক্ষণ নেওয়া ভারতীয় জওয়ানদের কাছে লাদাখের আবহাওয়া সামাল দেওয়া খুব একটা কঠিন বিষয় নয়। তবে চিনের জওয়ানদের এই ধরনের কোনও প্রশিক্ষণ নেই। যার ফল প্রতি পদে পদে ভুগতে হচ্ছে তাদের। ভারতের সঙ্গে তাল মেলাতে গিয়ে বেঘোরে মারা পড়তে হচ্ছে চিনের সেনাবাহিনীকে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে প্যাংগং লেকের উত্তরে মোতায়েন থাকা চিনের একাধিক সেনা জওয়ানকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে উদ্দেশে। পরিস্থিতি সামাল দিতে রোস্টার পদ্ধতিতে ওই এলাকায় সেনা মোতায়েন করছে চিন প্রশাসন। তবে তাতেও বিশেষ লাভ হচ্ছে না। প্রবল ঠান্ডার জেরে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।

আরও পড়ুন: অনুদানের টাকা কর্মকর্তাদের বিনোদনে খরচ নয়, দিতে হবে হিসেবে: নির্দেশ হাইকোর্টের

তথ্য অনুযায়ী লাদাখের যে এলাকায় চিনের সেনা মোতায়েন রয়েছে সেখানকার আবহাওয়া রাতে অত্যধিক শীতল হয়ে যায়। তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের অনেকখানি নীচে। এই ধরনের হিমশীতল এলাকায় চিনের পিএলও জওয়ানদের থাকার কোনওরকম পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে প্রতি পদে পদে বিপদের সম্মুখীন হতে হচ্ছে তাদের। যার জেরেই অনুমান করা হচ্ছে লাদাখের শীতকালীন পরিস্থিতিতে যুদ্ধ তো অনেক দূর, প্রবল ঠান্ডার কারণে চিনের সেনাবাহিনীর হতাহতের ঘটনা অনেকটাই বাড়তে পারে লাদাখে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...