Monday, November 10, 2025

ক্ষুধার্ত ভারত! বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান, বাংলাদেশেরও নীচে

Date:

Share post:

করোনা মহামারি পরিস্থিতিতে গোটা বিশ্বে খাদ্য সংকট তীব্র হতে চলেছে বলে আগাম পূর্বাভাস দিয়েছেন বিশ্বেষজ্ঞরা। তার আগে ক্ষুধার্ত ভারতের ভয়াবহ ছবিটা ফের সামনে এল। আশঙ্কা, দীর্ঘস্থায়ী মহামারির আবহে আগামীদিনে খাদ্য সংকট তীব্র হলে কোন দিকে যাবে পরিস্থিতি? কারণ বিশ্ব ক্ষুধা সূচকে এখন বিশ্বের ১০৭টি দেশের মধ্যে ৯৪ নম্বরে ভারত। এই তালিকায় ভারতের আগে রয়েছে নেপাল (৭৩), পাকিস্তান (৮৮), বাংলাদেশ (৭৫), ইন্দোনেশিয়া (৭০) সহ একাধিক দেশ। ১০৭টি দেশের মধ্যে রোয়ান্ডা, নাইজেরিয়া, আফগানিস্তান, লাইবেরিয়া, মোজাম্বিক, চাদের মতো অতি অনুন্নত দেশের আগে রয়েছে ভারত। কিন্তু তার চেয়েও উদ্বেগের খবর, ভারতের পরিস্থিতি এখনই ভয়াবহ অবস্থায় রয়েছে।

ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী, ভারতের ১৪ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। অপুষ্টিতে ভুগছে ৩৭.৪ শতাংশ শিশু। বয়সের অনুপাতে উচ্চতা এবং ওজন অনেক কম এমন শিশুর সংখ্যা ভারতে বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শিশুদের পুষ্টি ও ব্যালান্সড ডায়েটের অভাব। এর ফলে অপুষ্টিতে মারাও যাচ্ছে বহু শিশু। ভারতের মত উন্নয়নশীল দেশের জন্য বিশ্ব ক্ষুধা সূচকের এই পরিসংখ্যান খুবই উদ্বেগের। রিপোর্ট অনুযায়ী, ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে শিশুদের মধ্যে অপুষ্টিজনিত রোগের অন্যতম কারণ হল পরিবারে আর্থিক অনটন, খারাপ খাবারের মান, প্রসূতির পুষ্টির অভাবের মতো ঘটনা। পরিস্থিতি যে এখনও আশাপ্রদ নয়, তা সর্বশেষ রিপোর্টের ফলেই প্রকাশিত।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...