Sunday, November 9, 2025

‘দাদা’র শিরোপায় নতুন পালক দীপাবলিতে !

Date:

Share post:

দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক, কুইজমাস্টার, CAB-র প্রশাসনিক প্রধান, BCCI- প্রেসিডেন্টের এ বার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা, ICC-র গুরুত্বপূর্ণ পদ পাওয়া প্রায় নিশ্চিত৷ সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন দীপাবলিতেই ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় ICC-র ডেপুটি চেয়ারম্যান পদে বসতে চলেছেন৷ শুক্রবার ICC সূত্রে এমনই খবর মিলেছে। ভারতের শশাঙ্ক মনোহর ছিলেন শেষ ICC চেয়ারম্যান। তাঁর জায়গায় নতুন ICC প্রধান আসবেন। অনেকেই চেয়েছিলেন, সৌরভ-ই আসুন চেয়ারম্যান পদে। কিন্তু সৌরভকে ICC চেয়ারম্যানের পদ নিতে হলে বোর্ড প্রেসিডেন্টের চেয়ার ছাড়তে হবে। যেটা তিনি এখনই করতে নারাজ। দুবাইয়ের ICC সদর দফতরের খবর, কর্তারা চাইছেন, সৌরভকে অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ICC প্রশাসনে নিয়ে আসতে। এমন পদে যাতে তাঁকে বোর্ডের পদ ছাড়তে না হয়৷ তাই প্রাক্তন ভারত অধিনায়ককে ICC-র ডেপুটি চেয়ারম্যান করা হবে বলেই শোনা যাচ্ছে। ডেপুটি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে সে রকম কোনও শর্ত নেই। ICC-র অভিমত, ক্রিকেটের এমন কঠিন পরিস্থিতিতে সৌরভের মতো কেউ ডেপুটি চেয়ারম্যান হলে ICC প্রশাসনই শক্ত হবে।

সৌরভ এই পদে যোগ দিলে ডেপুটি চেয়ারম্যানের পদটাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এদিকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে BCCI আবেদন করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের মেয়াদ বাড়ানোর জন্য। সর্বোচ্চ আদালত যদিও জানিয়েছে, এই আবেদনের শুনানি পরে হবে, তত দিন এই পদাধিকারীরাই বোর্ডের কাজ চালান।

আরও পড়ুন-অধিনায়ক বদল করেও ভাগ্য ফিরল না! মুম্বইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে হার কলকাতার

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...