Monday, January 12, 2026

ফ্ল্যাটে মদ-যৌনকর্মী নিয়ে আসর, মৃত কুখ্যাত দুষ্কৃতী, ধৃত পুলিশ-সহ ৩

Date:

Share post:

শহরের এক অভিজাত আবাসনে কুখ্যাত দুষ্কৃতীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চিৎপুর থানা এলাকার পাইকপাড়া। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ওই দুষ্কৃতী বিরুদ্ধে একাধিক খুন ও তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আবাসনের চার তলা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয় কুখ্যাত ওই দুষ্কৃতী আব্দুল হোসেন ওরফে সেন্টিয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্মী সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই আবাসনের আবাসিকদের দাবি, শনিবার সকালে ফ্ল্যাটে মদের আসর বসেছিল। ব্যাপক চিৎকার জিনিসপত্র ভাংচুরের আওয়াজ পাওয়া যায় ঘরের ভেতর থেকে। এরপর মাঝরাতে ব্যাপক চিৎকার-চেঁচামেচির মাঝেই রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে এক যৌনকর্মী। বাইরে থেকে আটকে দেওয়া হয় ঘরের দরজা। তার চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় আবাসনের বাসিন্দারাও। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ আসতেই ধরা পড়ার ভয়ে ফ্লাটের চারতলার জানলা থেকে ঝাঁপ দেয় দুষ্কৃতী আব্দুল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো,যাত্রী বাড়ানো হল ৪০ শতাংশ

পুলিশের দাবি, ঘরের ভেতর সেই সময় উপস্থিত ছিল এক পুলিশ কর্মী, গাড়ির চালক, রাঁধুনি ও কুখ্যাত দুষ্কৃতী আব্দুল হোসেন। সঙ্গে ছিল দুই যৌনকর্মীও। ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল ও সিগারেট। রীতিমতো তছনছ ছিল গোটা ঘর। দুর্ঘটনার সময় ফ্ল্যাটে উপস্থিত থাকা ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। যৌনকর্মীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল সহ ৩ জনকে। ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, অপরাধমূলক ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশের। যে ফ্ল্যাটে এই মদের আসর বসেছিল সেটি একজন তৃণমূল নেতার ফ্ল্যাট বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...

SIR- র নামে খেলোয়াড়দের হেনস্থা, প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা

SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার প্রাক্তন খেলোয়াড়রা (Ex Sportsman)। ভবানীপুর ক্লাবের সামনে...